সমকালীন প্রতিবেদন : ভারতীয় দলের হয়ে কি শেষ টেস্ট ম্যাচ খেলে ফেললেন বিরাট কোহলিও। রোহিত শর্মার শেষ টেস্টে সুযোগ না পাওয়া যে এই প্রশ্ন আরও জোরালো করে দিয়েছে। কারণ, বিরাট কোহলির ফর্মও যে বলার মতো নয়। বিরাট কোহলির পার্থ টেস্টে শতরান যদি বাদ দেওয়া যায়, তাহলে কোনও ম্যাচেই তেমন বড় রান পাননি। আর ৯০ শতাংশ ম্যাচেই অফ স্টাম্পের বাইরের বল খেলে আউট হয়েছেন।
সামনে রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে সিমিত ওভারের সিরিজ। এরপর রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তারপর আইপিএল। জুন মাস নাগাদ রয়েছে ভারতীয় দলের পরের ওভারসিজ সিরিজ অর্থাৎ বিদেশ সফর। ইংল্যান্ড ভারতে আসবে টেস্ট খেলতে। সেই সিরিজে কি বিরাট লালবলের সাম্প্রতিক পারফরমেন্সের পর সুযোগ পাবেন? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন।
যদিও নিজের অবসর নিয়ে বড় ইঙ্গিত দিয়েছেন রোহিত শর্মা নিজে। সব জল্পনা উড়িয়ে রোহিত বলছেন, "আমি অবসর নিচ্ছি না। এখনই খেলার থেকে দূরে সরে যাচ্ছি না। যেহেতু রান পাচ্ছিলাম না, তাই এই ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছি। কোনও নিশ্চয়তা নেই যে, আগামী ২-৫ মাসে রান আসবে কিনা। আমি প্রচুর ক্রিকেট খেলেছি। দেখেছি যে, জীবন রোজ বদলায়।"
এদিকে, কোচ গৌতম গম্ভীরও দুই কিংবদন্তির অবসর প্রসঙ্গে বলেছেন, "আমি কোনও প্লেয়ারের ভবিষ্যৎ নিয়ে কিছু বলতে পারি না। এটা পুরোটাই তাঁদের উপর। কিন্তু আমি যেটা বলতে পারি, সেটা হচ্ছে তাঁদের খিদে নিয়ে। তাঁদের মধ্যে এখনও ক্রিকেট নিয়ে প্যাশন রয়েছে। আমি মনে করি, ওরা যেটা করবে সেটা ভারতীয় ক্রিকেটের জন্যই।"
তবে আসন্ন জুন মাসের ইংল্যান্ড সফরের দলে রোহিত বা কোহলিকে ঢুকতে গেলে লাল বলের ক্রিকেটে পারফরমেন্স দেখিয়েই ঢুকতে হতে পারে। কিন্তু তাঁদের সামনে লাল বলে ক্রিকেট খেলার সুযোগ কমই রয়েছে। কারণ, ভারতের টানা ক্রীড়াসূচি এবং আইপিএল।
চলতি মাসে সৌরাষ্ট্রের বিরুদ্ধে রঞ্জিতে ম্যাচ রয়েছে দিল্লির। তবে বিরাট সেই ম্যাচে সম্ভবত খেলবেন না। অনেকবারই বিসিসিআই ভারতীয় ক্রিকেটারদের বলেছে ঘরোয়া ক্রিকেট খেলতে। কিন্তু বিরাট-রোহিতরা নিজেদের তা থেকে সরিয়েই রেখেছিলেন। তবে এবার ঘরোয়া ক্রিকেটে তাঁদের দেখা যেতে পারে।
কিন্তু সেখানে রান পেলে, তবে টেস্ট দলে সুযোগ পেতে পারেন কোহলি। অন্যথায় অস্ট্রেলিয়ায় এমন বিশ্রী পারফরমেন্স এবং অফ স্টাম্পের বাইরের বল খেলার রোগ প্রকাশ্যে চলে আসায়, নির্বাচক কমিটি তাঁকে স্কোয়াড থেকে বাদ দিলেও, অবাক হওয়ার কিছুই থাকবে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন