Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

গাইঘাটায় বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার

 ‌

সমকালীন প্রতিবেদন : ‌বাংলাদেশে পাচারের আগে পুলিশের জালে ধরা পড়ল প্রায় ৪০০ টি বিরল প্রজাতির কচ্ছপ। গ্রেপ্তার করা হয়েছে দুই ব্যক্তি। গাইঘাটা থানার পুলিশের বিশেষ অভিযানে এই কচ্ছপগুলি ধরা পড়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে পাচারের কাজে ব্যবহৃত গাড়িটিও।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে গাইঘাটা থানার কুলপুকুর এলাকায় নাকা চেকিং এর সময় সন্দেহজনক একটি গাড়িতে আটকায় পুলিশ। আর সেই গাড়ির ভিতরে তল্লাশি চালাতেই দেখা যায়, ভেতরে প্রায় ১৯ টি বাক্সের মধ্যে বেশ কিছু কচ্ছপ রয়েছে। পুলিশ জানিয়েছে, গাড়ির ভেতর থেকে ৩৯৬ টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার হয়েছে। 

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই গাড়িতে থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা নিমতা থানার বাসিন্দা প্রদীপ হালদার ও বরানগর থানার বাসিন্দা কুনাল সাহা। সূত্রের খবর, উদ্ধার হওয়া কচ্ছপগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে বনগাঁ সীমান্তে আনা হচ্ছিল। 

শনিবার ধৃতদের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা রুজু করে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি, উদ্ধার হওয়া বিরল প্রজাতির কচ্ছপগুলিকে বনদপ্তরের হাতে তুলে দিয়েছে।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন