Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

সীমান্তের গ্রামে বহু মৃত কচ্ছপ উদ্ধার

 ‌

Turtle-rescue

সমকালীন প্রতিবেদন : ভারত‌–বাংলাদেশ সীমান্ত লাগোয়া বাওড়ে পড়ে থাকতে দেখা গেল বস্তা বস্তা মৃত কচ্ছপ। বেশ কিছুদিন আগেই এই কচ্ছপগুলিকে এখানে ফেলে রাখা হয়েছিল বলে অনুমান। বিএসএফের তাড়া খেয়ে পাচারকারীরা এই কচ্ছপ ফেলে পালিয়েছে, এমনই দাবি স্থানীয় বাসিন্দাদের। চারটি বস্তায় কচ্ছপ গুলি উদ্ধার হয়েছে।

সীমান্ত লাগোয়া বাগদা থানার মালিদহ গ্রামের একটি বাওড়ে এতো পরিমাণ এত মৃত কচ্ছপ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন সকালে এমন দৃশ্য দেখতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালিদহ গ্রামে। গ্রামের মানুষজন বিষয়টি নজরে আসার পরেই কেন এত মৃত কচ্ছপ এই জায়গায় পড়ে রয়েছে, তা নিয়ে কিছুটা হলেও আতঙ্কে। 

সাধারণত সীমান্ত এলাকা হওয়ায় এবং শীতের মরসুমে এই ধরনের অবৈধ কচ্ছপের চোরাচালান হয়ে থাকে। তবে উদ্ধার হওয়া কচ্ছপগুলি মৃত অবস্থায় মেলায়, উঠছে প্রশ্ন। তবে কি সীমান্ত এলাকা দিয়ে এই মৃত কচ্ছপগুলি পাচার করার চেষ্টা হচ্ছিল অন্য কোথাও?‌ এমনই প্রশ্ন তুলেছেন এলাকার মানুষ। সূত্রের খবর প্রায় এক হাজার মৃত কচ্ছপ উদ্ধার করেছে বিএসএফ।

বিএসএফের কড়া নজরদারিতে অনেকাংশেই আটকানো গিয়েছে চোরাচালান। তাই পাচারকারীরা এমন পথ অবলম্বন করেই কি সোনা, মাদকদ্রব্য সহ অন্যান্য জিনিস পাচার করছিল! এমন নানা প্রশ্নই তুলছেন এলাকাবাসী। স্থানীয় প্রশাসনকেও বিষয়টি জানানো হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।




 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন