সমকালীন প্রতিবেদন : বাংলাদেশে পাচারের আগেই উদ্ধার হল বিরল প্রজাতির কচ্ছপের দেহাংশ। বস্তার ভেতরে এগুলি রাখা ছিল। উদ্ধার হওয়া কচ্ছপের এই দেহাংশের মূল্য কয়েক লক্ষ টাকা। এই কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশ দুজনকে আটক করেছে। বনগাঁ থানা এলাকার ঘটনা।
পুলিশ সূত্রে জানা গেছে, বনগাঁ থানার খয়রামারী এলাকার বাসিন্দা সুশীল দাস নামে এক ব্যক্তির বাড়িতে প্রচুর পরিমানে বিরল প্রজাতির কচ্ছপের দেহাংশ মজুত করে রাখা হয়েছে। গোপন সূত্রে এই খবর পেয়ে বুধবার দুপুরে ওই বাড়িতে হানা দেয় বনগাঁ থানার পুলিশের একটি বিশেষ দল।
আর ওই বাড়ি থেকেই উদ্ধার হয় ৪ বস্তা কচ্ছপের দেহাংশ। ওজন প্রায় ৪০ কেজি। আনুমানিক মূল্য প্রায় ২ লক্ষ টাকা। কচ্ছপের এই দেহাংশগুলি উত্তরপ্রদেশ থেকে এসেছিল। আর সেগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে ওই বাড়িতে মজুত করা হয়েছিল বলে পুলিশ জানতে পেরেছে।
প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, বাড়ির মালিক সুশীল দাস আগে বনগাঁয় মাছের আড়তে কাজ করতেন। সম্প্রতি অসুস্থ হয়ে পড়ায় বাড়িতেই থাকতেন। গতকালই নাকি উত্তরপ্রদেশ থেকে লোক এসে এই বস্তাগুলি জোর করে তাদের বাড়িতে রেখে গেছে। এব্যাপারে তারা নাকি কিছুই জানতেন না।
অন্যদিকে, সুশীল দাসের ছেলে রাকেশ দাস বনগাঁ পুরসভার অস্থায়ী কর্মী। ঘটনার সময় তিনিও বাড়িতে উপস্থিত ছিলেন। সুশীল দাসের সঙ্গে তাকেও পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়। কচ্ছপের এই দেহাংশগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে ওই বাড়িতে মজুত করে রাখা হয়েছিল বলে পুলিশ জানতে পেরেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন