Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

সিডনি টেস্টে দিনশেষে আশা জিইয়ে রাখলেন বুমরাহ

 

Sydney-Test

সমকালীন প্রতিবেদন : বর্ডার-গাভাসকর ট্রফি দখলে রাখতে তো বটেই, সর্বোপরি ডব্লিউটিসি ফাইনালের দৌড়ে থাকতে সিডনিতে জয় আবশ্যক ভারতীয় দলের৷ অধিনায়ক রোহিত শর্মা খেলবেন কি না, জল্পনার জেরে সিরিজের অন্তিম টেস্ট আরও আকর্ষণীয় হয়ে উঠেছিল আগে থেকেই৷ খারাপ ফর্মের কারণে শেষমেশ রোহিত শর্মা নিজেকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিলেন বটে৷ 

কিন্তু হিটম্যানকে 'বাদ' রেখে ভারতীয় ব্যাটিং সফল হল কই? সিডনিতে ভারতের প্রথম ইনিংস গুটিয়ে গেল মাত্র ১৮৫ রানে৷ রোহিতের অনুপস্থিতিতে টস জিতে সিডনি টেস্টে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক জসপ্রীত বুমরাহ৷ কিন্তু অজি বোলারদের সামনে ফের ডাহা ফেল টপ-অর্ডার৷ 

রোহিতের পরিবর্তে ওপেনে ফিরে ব্যর্থ কেএল রাহুল। একাদশে ফিরে শুভমন গিলের অবদান ২০ রান৷ ১৭ রানে ফের স্লিপে ধরা পড়লেন বিরাট কোহলি৷ ৭২ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া ভারতকে কিছুটা ভরসা দেন ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজা জুটি৷ পঞ্চম উইকেটে যোগ হয় ৪৮ রান৷ 

ব্যস, ভারতীয় ব্যাটিংয়ের নির্যাস বলতে ওইটুকুই৷ চা-বিরতি থেকে ফিরে পন্থ ৪০ রানে ফিরতেই ফের ধস নামে ভারতীয় শিবিরে৷ অধিনায়ক বুমরাহর ২২ রানে অবশ্য দেড়শো পেরোয় ভারতীয় দল৷ শেষ পর্যন্ত ৭২.২ ওভারে ১৮৫ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল৷ স্কট বোল্যান্ড নিলেন ৪ উইকেট৷ মিচেল স্টার্কের ঝুলিতে গেল ৩৷ 

মূলত এই দুইয়ের আগুনে স্পেলেই ঝলসে গেল ভারতীয় ব্যাটিং-অর্ডার৷ মাত্র ১৮৫ রানের পুঁজি নিয়ে মাঠে নেমেছিল ভারত। সিডনিতে ম্যাচে লড়াইয়ে টিকে থাকতে প্রয়োজন নতুন বলে উইকেট। ঠিক সেটাই করে দেখালেন ভারতীয় দলের অধিনায়ক। শেষবেলায় জশপ্রীত বুমরাহ ও স্যাম কনস্টাসের মধ্যেকার তর্কাতর্কি উত্তেজনার পারদ চড়ায়। 

দুইজনের তর্কাতর্কির ঠিক পরের বলেই উসমান খাওয়াজাকে সিরিজে ষষ্ঠবার আউট করলেন যশপ্রীত বুমরাহ। ভারত বনাম অস্ট্রেলিয়ার পঞ্চম টেস্টের প্রথম দিনের খেলাও শেষ হল। অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৯ রান। ভারত আপাতত ১৭৬ রানে এগিয়ে।



‌‌


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন