Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

ভারতীয় ক্রিকেটের আর এক সেরা মুখ স্মৃতি

Smriti-Mandana

সমকালীন প্রতিবেদন : ‌গত বছরের শেষদিকে ভারতীয় দল একাধিক সিরিজ হারলেও আইসিসি বর্ষসেরা ক্রিকেটার, ২০২৪-এর একাধিক খেতাব এসেছে ভারতের ঝুলিতে। পুরুষদের ক্রিকেটে টি-২০ ফরম্যাটে এই শিরোপা পেয়েছেন অর্শদীপ সিং। এদিকে আবার টেস্ট ফরম্যাটে এবার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন জসপ্রীত বুমরাহ। আর এবার মহিলাদের একদিনের ক্রিকেটে ২০২৪ সালের বর্ষসেরা ক্রিকেটার হলেন স্মৃতি মন্ধানা। সোমবার তাঁর নাম ঘোষণা করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

এই নিয়ে তৃতীয়বার এই খেতাব জয় করলেন স্মৃতি। একইসঙ্গে বিগত বছরের হিসেবে ভারতের বর্ষসেরা তিন ক্রিকেটারের মধ্যে একজন হয়েছেন তিনি। কিন্তু কেন স্মৃতিকে এই খেতাব দিল আইসিসি? আসলে ২০২৪ সালটা স্মৃতি মন্ধানার জন্য বেশ ভালোই কেটেছে। বিশেষ করে একদিনের ক্রিকেটে তিনি বিগত বছরে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। ১৩ ইনিংসে স্মৃতির ব্যাট থেকে মোট ৭৪৭ রান এসেছে। 

গত বছর সমস্ত মহিলা ব্যাটারদের মধ্যে একদিনের ক্রিকেটে তিনি সর্বোচ্চ রান করেছেন। তালিকায় স্মৃতির পরে রয়েছেন লরা উলভার্ট, তিনি করেছেন ৬৯৭ রান। এরপর আছেন ট্যামি বিউমন্ট, যাঁর রান ৫৫৪ এবং তারপর আছেন হ্যালি ম্যাথিউস, তিনি এক বছরে করেছেন ৫৫৪ রান। অর্থাৎ, রানের দিক থেকে স্মৃতির ধারেকাছে সেরকম কেউ নেই। 

তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার আইসিসি-র বর্ষসেরা ক্রিকেটারের খেতাব জয় করেছেন স্মৃতি মন্ধানা। ২০২৪-এর আগে ২০২১ সালেও আইসিসি-র বিচারে ‘ক্রিকেটার অফ দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন তিনি। তারও আগে ২০১৮ সালে মহিলাদের একদিনের ক্রিকেটে আইসিসি বর্ষসেরা ক্রিকেটার হয়েছিলেন তিনি। এই নিয়ে তৃতীয়বার এই খেতাব জয় করলেন ভারতের এই মহিলা ক্রিকেটার।

 এখন আমরা যদি তাঁর ক্রিকেট কেরিয়ারের দিকে নজর দিই, তাহলে সেক্ষেত্রেও উল্লেখযোগ্য পারফর্ম করেছেন স্মৃতি। এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে স্মৃতি মন্ধানা ভারতীয় দলের হয়ে ৭ টেস্ট ম্যাচে একজোড়া শতরান এবং ৫৭.১৮ ব্যাটিং গড় সহ ৬২৯ রান করেছেন। পাশাপাশি, তিনি ৯৭ একদিনের ম্যাচে ১০টি শতরান এবং ৪৬.২৫ ব্যাটিং গড় সহ ৪,২০৯ রান করেছেন। এদিকে, টি-২০ ফরম্যাটে স্মৃতি ১৪৭ ম্যাচে ২৯.৩৮ ব্যাটিং গড়ে ৩,৭৬১ রান করেছেন।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন