Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

ঘরোয়া টুর্নামেন্ট চলাকালীন অবসর নিলেন নাইট তারকা

 

Sheldon-Jackson

সমকালীন প্রতিবেদন : তিনি ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল মুখ। এক সময় আইপিএলে খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। ক্রিকেট থেকে আচমকাই অবসর নিলেন। বিজয় হাজারে ট্রফি চলাকালীন সীমিত ওভারের ক্রিকেটকে বিদায় জানালেন সৌরাষ্ট্রের তারকা শেলডন জ্যাকসন। তাঁর সিদ্ধান্ত সকলকে হকচকিয়ে দিয়েছে। কারণ, টুর্নামেন্টের মাঝপথে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করলেন এই উইকেটকিপার ব্যাটার। 

লিস্ট এ ক্রিকেটে ৮৬ ম্যাচের ৮৪ ইনিংসে ২৭৯২ রান করেছেন জ্যাকসন। তাঁর সীমিত ওভারের ক্রিকেটের সেরা ইনিংস মনে করা হয় ২ বছর আগে বিজয় হাজারে ট্রফিতে ১৩৩ রানকে। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল সৌরাষ্ট্র। দ্বিতীয়বারের জন্য ঘরোয়া ওয়ান ডে ক্রিকেটের শিরোপা জিতে নিয়েছিল সৌরাষ্ট্র।

সব মিলিয়ে ওয়ান ডে ক্রিকেটে ৯টি সেঞ্চুরি ও ১৪টি হাফসেঞ্চুরি করেছেন শেলডন। বিজয় হাজারে ট্রফি চলাকালীন অবসর ঘোষণা করলেও জ্যাকসন জানিয়েছেন, তিনি কিছুদিন ধরেই এই নিয়ে চিন্তাভাবনা করছিলেন। ৩১ ডিসেম্বর বিজয় হাজারে ট্রফিতে পাঞ্জাবের সঙ্গে ম্যাচ ছিল সৌরাষ্ট্রের। সেই ম্যাচের আগে টিম ম্যানেজমেন্টকে নিজের সিদ্ধান্তের কথা জানান শেলডন। 

চলতি মরশুমে পাঁচটি ওয়ান ডে ম্যাচ খেলেছেন শেলডন। বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচে পুদুচেরির বিরুদ্ধে ৭১ রান করেছিলেন। সেটিই চলতি মরশুমে তাঁর সর্বোচ্চ রানের ইনিংস। জ্যাকসন বলেছেন, 'টুর্নামেন্টের আগে থেকেই এই বিষয়টা মাথায় ঘুরছিল।' জানিয়েছেন, সৈয়দ মুস্তাক আলি ট্রফির গ্রুপ পর্বে সাত ম্যাচের মধ্যে সৌরাষ্ট্র ৬টি ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে ওঠার পরই তাঁর মনে হয়েছিল, সময় ফুরিয়ে এসেছে। 

তিনি আরও বলেছেন, 'সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সৌরাষ্ট্রের তরুণরা দারুণ খেলেছিল। আমার মনে হয়েছিল, কারও জায়গা আটকে রাখা ঠিক নয়। ৩৭-৩৮ বছর বয়সে আমি ৫০০০ রান করলেও জাতীয় দলে আর আমার কথা ভাবা হবে না।' সেই অভিমানেই কি তিনি ক্রিকেট ছাড়লেন? প্রশ্নটা আজ ভীষণ প্রাসঙ্গিক। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন