Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

টেস্টে হেরেও বাদ পড়ছেন না রোহিত শর্মা, থাকছেন বিরাট কোহলিও

 

Rohit-Sharma

সমকালীন প্রতিবেদন : বর্ডার-গাভাসকর ট্রফি হারলেও টিম ইন্ডিয়ার সামনে এখন একাধিক সিরিজ ও টুর্নামেন্ট রয়েছে। ঘরের মাঠে ভারত পরবর্তী আন্তর্জাতিক সিরিজ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। সেই সিরিজ শুরু হতে এখনও কিছুদিন সময় রয়েছে। তবে তার আগেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করতে হবে ভারতকে। কেননা এক্ষেত্রে আইসিসির বেঁধে দেওয়া ডেটলাইন এসে গিয়েছে সামনেই। 

আগামী ১২ জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য স্কোয়াড ঘোষণা করতে হবে সব দলকে। সুতরাং, সেদিনের মধ্যেই ভারতীয় নির্বাচকদের ঘোষণা করবে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির দল। এক্ষেত্রে বর্ডার-গাভাসকর ট্রফির পারফর্ম্যান্স চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে বিশেষ প্রভাব ফেলবে বলে মনে হয় না। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে গুরুত্বপূর্ণ কিছু রদবদল দেখা যেতে পারে।

রোহিত শর্মাই যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে নেতৃত্ব দেবেন, সেই বিষয়েও কোনও সংশয় থাকা উচিত নয়। কেননা, ওয়ান ডে ফর্ম্যাটে রোহিতের ফর্ম নিয়ে প্রশ্ন নেই। অস্ট্রেলিয়া সফরের টেস্ট সিরিজে ব্যর্থ হলেও বিরাট কোহলিও জায়গা ধরে রাখবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল, মহম্মদ শামি ফিরতে পারেন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে। 

চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে ফিরতে পারেন শ্রেয়স আইয়ার। শ্রেয়স সব ফর্ম্যাটের ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে রয়েছেন। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে বাদ পড়তে পারেন যশস্বী জসওয়াল। শুভমন গিলের জায়গা নিয়ে প্রশ্ন নেই। বাদ পড়তে পারেন উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঋষভ পন্থের পাশাপাশি উইকেটকিপার হিসেবে ভারতীয় স্কোয়াডে থাকতে পারেন লোকেশ রাহুল।

এখন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের সম্ভাব্য স্কোয়াড দেখে নিন। ব্যাটসম্যান হিসেবে দলে থাকতে পারেন রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ার। এদিকে, লোকেশ রাহুল ও ঋষভ পন্থকে উইকেটকিপার হিসেবে দলে নেওয়া হতে পারে। যদিও ব্যাটসম্যানের প্রয়োজনে দুজনেই খেলতে পারেন। 

অন্যদিকে, অলরাউন্ডার হিসেবে দলে থাকতে পারেন হার্দিক পান্ডিয়া, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। স্পিনার হিসেবে সুযোগ পেতে পারেন কুলদীপ যাদব কিংবা রবি বিষ্ণোই। পাশাপাশি, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও আর্শদীপ সিং সুযোগ পাবেন ফাস্ট বোলার হিসেবে। এখন কাকে সুযোগ দেবে বোর্ড, সেটাই দেখার।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন