Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

টানা ব্যর্থতার মাঝেই রোহিত শর্মার অবসর নিয়ে বার্তা

 

Rohit-Sharma

সমকালীন প্রতিবেদন : তারকা ব্যাটারদের ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতার জেরে মেলবোর্ন টেস্টে ১৮৪ রানে হেরে গিয়েছে ভারতীয় দল। মনে করা হচ্ছিল, বর্ডার-গাভাসকর ট্রফির চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে রানে ফিরবেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি। কিন্তু সমর্থকদের সেই আশায় জল ঢেলে দিয়েছেন দুই তারকাই। 

এই টেস্টে রোহিতের ব্যাট থেকে এসেছে ৩ ও ৯ রান। এদিকে, বিরাট এই টেস্টের দুই ইনিংসে করেছেন ৩৬ এবং ৫ রান। স্বাভাবিকভাবেই তাঁদের অবসর নিয়ে একটা জল্পনা চলছে সমর্থকদের মধ্যে। এবার সেই জল্পনা উস্কে দিলেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। রবি শাস্ত্রীর মতে, বিরাট কোহলি এখনই অবসরের সিদ্ধান্ত নেবেন না। 

তিনি আরও কয়েকবছর খেলবেন বলে মনে করছেন ভারতীয় দলের প্রাক্তন কোচ। রবি শাস্ত্রী এই বিষয়ে বলেন, “‌আমার মতে বিরাট আরও কয়েকটা বছর খেলবে। তা সে যেভাবেই আউট হোক না কেন। মনে করি বিরাট আরও তিন থেকে চার বছর খেলবে।” অর্থাৎ, বিরাটের অবসর নেওয়ার যে কোনও সম্ভাবনা নেই, তা এককথায় জানিয়ে দিয়েছেন তাঁর প্রাক্তন গুরু।

কিন্তু রোহিত শর্মার টানা অফ-ফর্মে থাকা নিয়ে বেশ অসন্তুষ্ট রবি শাস্ত্রী। তিনি সাফ জানিয়ে দেন যে, রোহিতের ভাবনা চিন্তা করার সময় এসে গিয়েছে। রোহিতের বিষয়ে তিনি বলেন, “রোহিতের এবার সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। রোহিতের ফুটওয়ার্কে সমস্যা রয়েছে। যেহেতু টপ অর্ডারে ব্যাট করে, তাই এটা বড় সমস্যা। হয়ত এই সিরিজের পরেই রোহিত টেস্ট থেকে সরে যেতে পারে।” 

সমর্থকদের একাংশ চাইছেন, এবার সময় হয়ে এসেছে। রোহিত এবার অবসর নিতেই পারেন। কিন্তু অনেকেই চাইছেন বিশ্বজয়ী অধিনায়ক এখনও খেলুক কিছুদিন। তাঁর ব্যাট থেকে কিছু বিধ্বংসী ইনিংস দেখা বাকি এখনও। কিন্তু আদতে কি এমন কোনও সিদ্ধান্ত নেবেন ‘হিটম্যান’? এর উত্তর দেবেন তিনি নিজেই। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন