সমকালীন প্রতিবেদন : কাজের প্রলোভন দেখিয়ে পাচারের উদ্দেশ্যে এক যুবতীকে হোটেলে আটকে রাখার অভিযোগ উঠলো। পরিবারের পক্ষ থেকে খবর পেয়ে হোটেল থেকে যুবতীকে উদ্ধার করল পুলিশ। হোটের দুই কর্মী সহ মোট ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বনগাঁ শহরে।
পুলিশ সূত্রে জানা গেছে, বনগাঁ থানার শিমুলতলা এলাকার এক ব্যক্তি রবিবার বনগাঁ থানায় লিখিত অভিযোগ করে জানান, তাঁর ১৯ বছরের মেয়েকে বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে বনগাঁর বাটা মোড় এলাকার একটি হোটেলে আটকে রাখা হয়েছে।
এই অভিযোগের ভিত্তিতে পুলিশ এদিন রাতে ওই হোটেলে হানা দিয়ে আটকে রাখা যুবতীকে উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় রেজাউল শেখ, আনাস মন্ডল, গোপাল গাইন এবং হাফিজুল মন্ডল নামে ৪ জনকে। এদের মধ্যে রেজাউল এবং আনাস হোটেলের কর্মী। তাদের বাড়ি বাগদার নাটাবেড়িয়া এবং পেট্রাপোল থানার জয়ন্তীপুর এলাকায়।
অন্যদিকে, গোপাল এবং হাফিজুলের বাড়ি গোপালনগর থানার পোলতা এলাকায়। তারাই ওই যুবতীকে কাজের প্রলোভন দেখিয়ে হোটেলে নিয়ে এসেছিল। হোটেলে আসার পর যুবতীর সন্দেহ হওয়ায় সে কোনওরকমে বাড়িতে খবর দিতে সমর্থ হয়। ধৃতদের সোমবার বনগাঁ আদালতে তোলা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন