সমকালীন প্রতিবেদন : ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্টের পরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ব্রিসবেন টেস্টের পর সাংবাদিক বৈঠক করে নিজেই জানিয়েছিলেন সে কথা। হঠাৎই তিনি জানালেন, আরও ক্রিকেট খেলতে চান। জল্পনা বেড়েছে অফস্পিনারের কথায়। কেন বিদায়ী টেস্ট খেলতে চাননি, সেটা নিয়েও মুখ খুলেছেন অশ্বিন। ঠিক কী জানিয়েছেন তিনি? চলুন জেনে নেওয়া যাক।
সম্প্রতি, নিজের হিন্দি ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন, 'জীবনে কী করতে হবে, সেটা নিয়ে অনেক ভাবনাচিন্তা করি। অবসরের ভাবনা নিজে থেকেই আসে। যদি কেউ বুঝতে পারে তার কাজ শেষ হয়ে গিয়েছে, তা হলে ভাবনার কিছু থাকে না। লোকে অনেক কথা বলবে। আমি সে সবে পাত্তা দিই না। প্রথম টেস্টে খেলিনি। দ্বিতীয় টেস্টে খেলার পর আবার তৃতীয় টেস্টে বাদ পড়ি। চতুর্থ বা পঞ্চম টেস্টে খেলতেও পারতাম। না-ও পারতাম।'
তিনি বলেন, 'আমি সব সময় সৃষ্টিশীলতায় জোর দিই। সেটা শেষ হয়ে গেলেই সব শেষ হয়ে যায়।' তাঁর মতে অফস্পিনারের কি সম্মানের সঙ্গে বিদায়ী টেস্ট খেলে অবসর নেওয়া উচিত ছিল না? বিশেষত যেখানে অনেক ক্রিকেটারই বিদায়ী টেস্ট খেলার সুযোগ পেয়েছেন। অশ্বিন একেবারেই সেটা মনে করেন না। তাঁর মতে, বিদায়ী টেস্টের আলাদা করে কোনও তাৎপর্য নেই।
অশ্বিনের কথায়, 'লোকে হাততালি দিচ্ছে আর আমি বল করতে যাচ্ছি, এতে কী এমন পার্থক্য হবে? সমাজমাধ্যম না থাকার সময় মানুষ এক সপ্তাহের মধ্যে সব ভুলে যেত। বিদায়ী টেস্টের কোনও দরকারই ছিল না। ক্রিকেট খেলাটা আমাকে অনেক কিছু দিয়েছে। আমি খুশি মনেই খেলাটা ছেড়েছি। শুধুমাত্র বিদায়ী টেস্টে খেলার জন্য দলে জায়গা পাওয়ার কোনও ইচ্ছা ছিল না আমার।'
জাতীয় দল ছাড়লেও ক্রিকেট পুরোপুরি ছাড়ছেন না অশ্বিন। আইপিএল ছাড়াও অন্য দলের জার্সিতে দেখা যেতে পারে তাঁকে। বলেছেন, “আরও ক্রিকেট খেলা বাকি রয়েছে। ক্রিকেটের প্রতি সৎ থাকতে চাই।” অর্থাৎ, নিজের আগামীর পরিকল্পনা জানিয়ে দিয়েছেন এই তারকা স্পিনার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন