Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

ইতিহাস গড়ল ‘পুতুল’, অস্কারের মঞ্চে প্রথমবার বাংলা ছবির জয়যাত্রা

 

Picture-Putul

সমকালীন প্রতিবেদন : বাংলা সিনেমার জগতে নয়া ইতিহাস রচনা করল ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘পুতুল’। অস্কারের দৌড়ে এবার জায়গা করে নিল প্রথম বাংলা ছবি। এই সাফল্য শুধু ছবির নির্মাতাদের নয়, গোটা বাংলার গর্ব।


‘দ্য অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স অ্যান্ড সায়েন্সেস’-এর প্রকাশিত তালিকা অনুযায়ী, মোট ৩২৩টি ছবি এবারের অস্কারের জন্য যোগ্য বলে বিবেচিত হয়েছে। এর মধ্যে ‘বেস্ট পিকচার’ ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছে ২০৭টি ছবি এবং সেই তালিকায় উজ্জ্বল উপস্থিতি ‘পুতুল’-এর।


এই সাফল্য শুধুমাত্র বাংলা সিনেমার নয়, বরং একটি ভাষার সংস্কৃতি, আবেগ এবং সৃষ্টিশীলতাকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার লড়াইয়ের এক ঐতিহাসিক মুহূর্ত।


ছবির পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আমার আনন্দ। এটা শুধুমাত্র আমার ছবি নয়, গোটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জয়। আমাদের সংস্কৃতি, আমাদের গল্প বলার ধরন আজ বিশ্ব মঞ্চে স্বীকৃতি পেল। এই মুহূর্তে সমস্ত কৃতিত্ব ছবির পুরো টিমের।”


এর আগে ‘পুতুল’-এর গান ‘ইতি মা’ অস্কারের মনোনয়ন তালিকায় জায়গা করে নিয়েছিল। যদিও তা শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় জায়গা পায়নি। তবে এবার ছবিটি সরাসরি ‘বেস্ট পিকচার’ বিভাগে জায়গা করে নিয়েছে। এটি শুধুমাত্র বাংলা নয়, গোটা ভারতের চলচ্চিত্র শিল্পের জন্যও এক বড় মাইলফলক।


অস্কারের চূড়ান্ত নির্বাচনের দ্বিতীয় পর্ব শুরু হবে আগামী ৮ জানুয়ারি থেকে এবং তা শেষ হবে ১২ জানুয়ারির মধ্যে। এই সময়সীমার মধ্যেই নির্ধারণ হবে কোন কোন ছবি শেষ পর্যন্ত অস্কারের মঞ্চে লড়াই করবে।


‘পুতুল’-এর এই সাফল্য প্রমাণ করে দিয়েছে, ভাষা বা অঞ্চল কোনও প্রতিবন্ধকতা নয়। ভালো গল্প বলার ক্ষমতা এবং মানসিকতার গভীরতা বিশ্বজুড়ে দর্শকদের মন জয় করতে পারে। বাংলা সিনেমার এই জয়ের ধ্বনি আরও বহু সৃষ্টিশীল নির্মাণকে অনুপ্রাণিত করবে।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন