Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

আসন্ন সিজনে রিঙ্কু হতে পারেন নাইটদের নতুন সুপারস্টার

 

New-star-Rinku-Singh

সমকালীন প্রতিবেদন : ২০২৫ সালের আইপিএল-এর আগে মেগা নিলামের মাধ্যমে নতুন করে দল সাজিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। নতুন দল কেমন পারফর্ম করে, সেদিকেই তাকিয়ে রয়েছেন ক্রিকেট অনুরাগীরা। এদিকে, এই টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সও তার নতুন দল নিয়ে মাঠে নামার জন্য প্রস্তুত। 

ইতিমধ্যেই কেকেআর স্কোয়াড একাধিক তারকা খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করেছে। তবে, নাইট শিবিরের ভরসা হতে পারেন পুরাতনরাই। বিশেষ করে তিন প্লেয়ারের উপর আস্থা রাখছে নাইট শিবির। ভরসাযোগ্যদের তালিকায় প্রথমেই থাকবে রিঙ্কু সিংয়ের নাম। ২০২৩-এর আইপিএল-এ, শেষ ওভারে পরপর ৫ টি ছক্কা মেরে তিনি দলকে জিতিয়েছিলেন। 

তারপরেই সমগ্র ক্রিকেট বিশ্বে তিনি আলোড়ন ফেলে দেন। গত মরশুমেও কেকেআর-এর চ্যাম্পিয়ন হওয়ার পেছনে যথেষ্ট ভূমিকা ছিল রিঙ্কুর। আর এই কারণেই কলকাতা তাঁকে ১৩ কোটি টাকায় ধরে রেখেছে। তাঁর বিস্ফোরক ব্যাটিং আগামী মরশুমেও সাহায্য করবে কেকেআর-কে।

তালিকার দ্বিতীয় নাম ভেঙ্কটেশ আইয়ার। এবারের মেগা নিলামের আগে ভেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে দিয়েছিল কেকেআর। কিন্তু, নিলামের মঞ্চে সবাইকে চমকে দিয়ে ২৩.৭৫ কোটি টাকা খরচ করে ফের ভেঙ্কটেশ আইয়ারকে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। ভেঙ্কটেশ নিঃসন্দেহে একজন ম্যাচ উইনার। 

এখনও পর্যন্ত খেলা ৫১ টি আইপিএল ম্যাচে তিনি ১,৩২৬ রান করেছেন। এদিকে, ব্যাটিং ছাড়াও ভেঙ্কটেশ বোলিংয়েও দলের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। তালিকার আরেকটি গুরুত্বপূর্ণ নাম হল হর্ষিত রানা। নিলামের আগে কেকেআর ৪ কোটি টাকায় হর্ষিত রানাকে ধরে রেখেছে। 

গত ৩ মরশুম ধরে দলে থাকা হর্ষিত ২০২৪ সালের আইপিএল-এ দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেন। হর্ষিতের ক্ষুরধার বোলিং তাঁকে কেকেআর-এর জন্য একটি শক্তিশালী অস্ত্র করে তুলেছে। আর সেই কারণেই আগামী মরশুমে তাঁর পারফরম্যান্সের দিকে তাকিয়ে রয়েছেন সকলে।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন