সমকালীন প্রতিবেদন : জানুয়ারি মাসে ভারত সফরে আসবে ইংল্যান্ড। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি এবং তিন ম্যাচের একদিনের সিরিজে মুখোমুখি হবে দু’দল। সাদা বলের এই সিরিজে সম্ভবত খেলবেন না ভারতীয় দলের তিন সিনিয়র ক্রিকেটার রোহিত শর্মা, বিরাট কোহলি এবং জসপ্রীত বুমরাহ। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত এবং কোহলি।
তাঁদের ইংল্যান্ডের সঙ্গে ২০ ওভারের সিরিজে খেলার কোনও প্রশ্ন নেই। কিন্তু একদিনের সিরিজেও সম্ভবত খেলবেন না তাঁরা দু’জন। কোনও সিরিজেই সম্ভবত খেলবেন না বুমরাহও। আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিন সিনিয়র ক্রিকেটারকে তরতাজাভাবে পেতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। তাই বর্ডার-গাভাস্কার ট্রফির পর তাঁদের বিশ্রাম দেওয়া হতে পারে।
প্রথমে হবে টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজে তিনজনেরই না খেলা এক রকম নিশ্চিত। তবে একদিনের সিরিজে খেলার বিষয়টি তিন ক্রিকেটারের উপরেই ছেড়ে দিতে চাইছে বিসিসিআই। চাইলে তাঁরা বিশ্রাম নিতে পারেন। চাইলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্তুতি হিসাবে খেলতেও পারেন। তাঁদের উপর চাপ কমানোর জন্যই খেলতে চাপ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল বুমরাহকে। দ্বিতীয় সন্তানের জন্মের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেননি রোহিত। তাছাড়া, টানা খেলে চলেছেন তিন সিনিয়র ক্রিকেটারই। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাঁদের উপর চাপ কমানোর কথা ভাবা হয়েছে।
উল্লেখ্য, ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ আগামী ২২ জানুয়ারি, কলকাতার ইডেন গার্ডেন্সে। তার ১৫ দিন পর ৬ ফেব্রুয়ারি নাগপুরে প্রথম একদিনের ম্যাচ। ভারত-অস্ট্রেলিয়া পঞ্চম টেস্ট শেষ হওয়ার কথা ৭ জানুয়ারি। সেই হিসাবে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ না খেললে রোহিত, কোহলি এবং বুমরাহ এক মাস বিশ্রাম পেয়ে যাবেন।
আবার ভারত-ইংল্যান্ড একদিনের সিরিজ শেষ হবে ১২ ফেব্রুয়ারি। আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে। তাই একদিনের সিরিজে খেলার বিষয়টি তিন সিনিয়র ক্রিকেটারের উপরেই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিসিসিআই কর্তারা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন