Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

‌‌মকর সংক্রান্তিতে ‌এই টোটকাগুলি আপনি মেনেছেন কি?

Mokor-Sankranti

সমকালীন প্রতিবেদন : ‌মকর সংক্রান্তিতেই এই টোটকা যারা মেনেছেন, তাদের সংসারে উপচে পড়বে অর্থ। কারি কারি টাকা আসবে তাদের হাতে। পাঁচ টোটকাতেই বদলে যাবে জীবন। সুখ সমৃদ্ধিতে ভরবে তাদের সংসার। কালো তিলেই কাটবে জট! কোন টোটকা পালন করতে হয় আর কিভাবে? পুরোটা থাকছে আজকের এই প্রতিবেদনে। 

এবছর সূর্য মকর রাশিতে প্রবেশ করে ১৫ জানিয়ারী। এবছর হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী ১৫ জানুয়ারি ছিল মকর সংক্রান্তি। এই বিশেষ দিনে সূর্য দেবতাকে বিশেষভাবে পুজো করার রীতি আছে। বলা হয়, এই দিনে সূর্য দেবতার পুজো করলে জীবনে নাকি সাকসেসফুল হওয়ার পথ সহজ হয়। আর্থিক দিক থেকে উন্নতি হয়। একইসঙ্গে দু:‌স্থদের মধ্যে দান করা ও নদীতে স্নান করারও গুরুত্ব রয়েছে। সেইসঙ্গে ভাগ্যের দ্বার খুলতে এবং আর্থিক দিকে আরোও লাভবান হতে কালো তিল দিয়ে এই টোটকা পালন করতে হয়। 

টোটকাগুলি হল—

১/- জলে কালো তিল মিশিয়ে স্নান করতে হয় মকর সংক্রান্তির দিন। এতে শনিদেব খুব খুশি হন। সেই সঙ্গে খুশি হন সূর্য দেবতাও। এতে কাটে আর্থিক সঙ্কট।

২/- মকর সংক্রান্তিতে কিনতে হয় কয়েকটা জিনিস। তুলসী গাছ, তামা, বিয়ের যেকোনোও সামগ্রী। ঝাঁটাও বাড়িতে আনা খুব শুভ। এতে ব্যবসার দিক থেকে লাভবান হওয়া যায়। ব্যবসা আরো বা‌ড়ে। জীবনে সফলতাও আসে।

৩/- এই টোটকার মধ্যে রয়েছে রোগমুক্তির পথও। লাগবে আম কাঠ। মকর সংক্রান্তির দিন বাড়িতে আম কাঠ পোড়াতে হয়। তারপর কালো তিল দিতে হয় তাতে। গায়ত্রী মন্ত্র ১০৮ বার জপ করতে হয়। এটা করলে আপনার ঘরে সুখ সমৃদ্ধি বিরাজ করবে। পাশাপাশি, যদি আপনার বাড়িতে কেউ কোনও বড় রোগে আক্রান্ত থাকেন, তা থেকে তিনি মুক্তিও পাবেন।

৪/- আর্থিক সংকট কাটার আরো একটা উপায়। মকর সংক্রান্তির দিন কালো তিল, কম্বল, লাল কাপড়, লাল মিষ্টি, চিনা বাদাম, চাল, মুগ ডাল, খিচুড়ি, গুড়, উড়দ ডাল, তেল ইত্যাদি দান করতে হয়। এতে সূর্যদেবের বিশেষ কৃপা পাওয়া যায়। জীবনে লেগে থাকে সফলতাও। এমনকি আপনার আর্থিক সংকটও কেটে যাবে।

৫/- মকর সংক্রান্তির দিন গরুকে ঘাস খাওয়ালে আর্থিক দিকে উন্নতি হয়। রুটিও খাওয়ানো যেতে পারে। পিঁপড়েকে চিনি খাওয়ান। মাছকে ময়দা খাওয়ান। পাখিকে বাজরা খাওয়ান, এগুলো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে আপনার আটকে থাকা কাজ দ্রুত হয়ে যাবে এবং জীবনে মিলবে সফলতাও। তাহলে আগামী বছর এই টোটকা মানার জন্য প্রস্তুতি নিন।

(উপরিউক্ত তথ্যগুলো মানতে ই-সমকালীন আপনাকে বাধ্য করে না।)‌‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন