সমকালীন প্রতিবেদন : আর কোনও গুঞ্জন নয়। সত্যি সত্যিই ভারতীয় ক্রিকেটে বিয়ের সানাই বাজতে চলেছে। ক্রিকেট-রাজনীতির এই ব্যতিক্রমী বিয়ের গল্প নিয়ে বহুদিন আলোচনা হবে, তা বলার অপেক্ষা রাখে না। গত কয়েকদিন ধরে লাইমলাইটে রিঙ্কু সিং। নেটদুনিয়ায় এই খবরও ঘুরপাক খাচ্ছিল যে, আলিগড়ের ছেলে রিঙ্কুর এনগেজমেন্ট হয়ে গিয়েছে।
আর পাত্রী কে? পেশায় তিনি রাজনীতিক। নাম, প্রিয়া সরোজ। তিনি উত্তরপ্রদেশের মছলিশহর লোকসভার সাংসদ। রিঙ্কু-প্রিয়ার বাগদানের খবর বিদ্যুৎগতিতে ছড়িয়ে যাওয়ার পর লোকসভা ভোটে কম বয়সে জেতার রেকর্ড গড়া প্রিয়ার বাবা জানিয়েছিলেন, সত্যিই রিঙ্কুর পরিবারের তরফ থেকে বিয়ের প্রস্তাব এসেছে।
এবার প্রিয়ার বাবা তুফানি সরোজ রাখঢাক না করে জানিয়ে দিলেন, কবে হবে প্রিয়া ও রিঙ্কুর এনগেজমেন্ট। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়ার বাবা তুফানি সরোজ জানান, তাঁর মেয়ে ও রিঙ্কুর বাগদান এখনও হয়নি। তবে দুই পরিবার তাঁদের বিয়ে দিতে তৈরি। এই প্রসঙ্গে প্রিয়ার বাবা তুফানি সরোজ বলেন, 'এখনও ওদের এনগেজমেন্ট হয়নি। প্রাথমিক কথাবার্তা হয়েছে। রিঙ্কুর বাবার সঙ্গে কথা হয়েছে।'
তিনি বলেন, 'ওরা দু’জন বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চায়। বাগদানের তারিখ খুব তাড়াতাড়ি সকলের সামনে আসবে। ওরা যখন ফাঁকা থাকবে। এখন তো প্রিয়া চেন্নাইয়ে। ওর বৈঠক আছে। সেগুলো শেষ হোক। আর ওদিকে রিঙ্কুরও তো ২২ তারিখ থেকে টি-২০ ম্যাচ। সেটা শেষ হওয়ার পর আমরা এনগেজমেন্টের তারিখ ঠিক করব।'
রিঙ্কু ও প্রিয়া ঠিক করেন, তাঁদের পরিবার মেনে নিলে চার-হাত এক হবে। এই প্রসঙ্গে প্রিয়ার বাবা বলেন, ‘ওরা বিয়ে করতে চায়। নিজেরা বলেছিল, অভিভাবকরা মেনে নিলে আমরা বিয়ে করব। যদি আমাদের অভিভাবকরা মেনে না নেয়, তা হলে বিয়ে হবে না। ওরা সম্পর্কটা নিয়ে একমত।'
তিনি বলেন, 'রিঙ্কুর পরিবারের সকলে ভালো। ওর বাড়ির লোকজনের সঙ্গে দেখা হয়েছে আমার। সকলে সম্মান করেছে। পুরো পরিবার চায় এই সম্পর্কটা হোক। ওরা ৫ ভাই বোন। সকলেই চায়, এই সম্পর্কটা হোক।' কেকেআরের তারকা রিঙ্কুর হবু শ্বশুরমশাই তাঁকে নিয়ে আর কী বললেন?
তুফানি সরোজ বলেন, ‘রিঙ্কু সিং ভারতীয় ক্রিকেটার। দেশের হয়ে খেলে। খুব ভালো। দেশের জন্যও ভালো। আমার কাছেও ও ভালো। এনগেজমেন্টটা ওদের সুবিধা মতো হবে। প্রিয়ার কাজের ফাঁকে এবং রিঙ্কুর টি-২০ সিরিজের পর ভাবা হবে। আইপিএলও রয়েছে। এরপর যখন সময় পাওয়া যাবে, সেই মতো এনগেজমেন্ট হবে।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন