সমকালীন প্রতিবেদন : ২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছিল মহেন্দ্র সিং ধোনির। দেখতে দেখতে কেটে গিয়েছে ২০ বছর। এই দীর্ঘ সময়ে ক্রিকেটের সব ধরণের শীর্ষ সাফল্য অর্জন করেছেন তিনি। ২০০৭-এ ভারতকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১তে একদিনের বিশ্বকাপ এবং ২০১৩তে চ্যাম্পিয়ন্স ট্রফি।
আইপিএলেও ইতিহাস গড়েছেন ধোনি। তাঁর নেতৃত্বে চেন্নাই সুপার কিংস পাঁচ বার ট্রফি জিতেছে। এত সাফল্য সত্ত্বেও ধোনি কখনও নিজেকে প্রচারের আলোয় আনেননি। সোশ্যাল মিডিয়ার প্রতি ধোনির উদাসীনতা বরাবরই আলোচনার বিষয়। টুইটার বা ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মের জনপ্রিয়তাকে কাজে লাগানোর পরিবর্তে তিনি বরাবরই নিজের পারফরম্যান্সের উপর ভরসা রেখেছেন।
এর কারণ হিসেবে একবার ধোনি বলেন, “সমাজমাধ্যমের খুব একটা ভক্ত নই আমি। আমার বিভিন্ন সময়ে, বিভিন্ন মিডিয়া ম্যানেজার ছিলেন। কিন্তু আমি সব সময় বলেছি, ভাল খেললে পিআর বা জনসংযোগ লাগে না।” ২০০৪ সালে যখন ধোনি ভারতীয় দলে প্রথম জায়গা পান, তখন সমাজমাধ্যম তেমন জনপ্রিয় হয়নি।
পরবর্তী সময়ে বিভিন্ন ম্যানেজার তাঁকে প্রোফাইল ম্যানেজ করতে উৎসাহ দিলেও ধোনি কখনও সেই পথে হাঁটেননি। নিজের কর্মক্ষমতা আর সাফল্য দিয়ে তিনি অনুরাগীদের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন। টেস্ট ক্রিকেট থেকে ২০১৪ সালে অবসর নেন ধোনি। ২০১৯ সালের বিশ্বকাপ সেমিফাইনালে শেষবার ভারতের হয়ে মাঠে নামেন তিনি।
পরে ২০২০ সালের ১৫ অগস্ট, স্বাধীনতা দিবসে একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন এই কিংবদন্তি। অবসরের পরেও ধোনির জনপ্রিয়তায় ভাটা পড়েনি। আইপিএলে এখনও তাঁর নেতৃত্ব ও উপস্থিতি দেখার জন্য কোটি কোটি সমর্থক অপেক্ষায় থাকেন। সমাজমাধ্যম থেকে দূরে থেকেও কীভাবে ভক্তদের হৃদয়ে রাজত্ব করতে হয়, তা যেন শিখিয়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন