Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

এক ধাক্কায় অনেকটা বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা

 ‌

Lakshmi-Bhander

সমকালীন প্রতিবেদন : ‌এবার লক্ষ্মীর ভাণ্ডার করবে বড়লোক! এক নয়, দুই নয়, জানেন এক ধাক্কায় কত বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? করতে হবে একটা কাজ। কিভাবে করবেন আবেদন? বিধানসভা নির্বাচনকে টার্গেট করেই লক্ষ্মীর ভাণ্ডারকে হাতিয়ার? মমতার মাস্টারস্ট্রোক। মহিলাদের মুখের হাসি চওড়া হচ্ছে আরও! 

তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডার এবার আরও হিট! সূত্রের খবর, ফেব্রুয়ারি মাস থেকেই রাজ্যের লক্ষ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে ঢুকতে পারে। রাজ্য বাজেটে পেশ করার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মীর ভান্ডারে বাড়তি অনুদানের টাকা নিয়ে বড়সড় ঘোষণা করতে পারেন, এমন খবরেও চারিদিক ছয়লাপ। 

তৃণমূলের বিভিন্ন গ্ৰুপ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় একটা বিষয় রীতিমতো ভাইরাল। যে ভাইরাল হওয়া তথ্য দেখে অলরেডি আশায় বুক বাঁধতে শুরু করেছেন বাংলার লক্ষ লক্ষ মহিলা। দাবি করা হচ্ছে, লক্ষ্মীর ভান্ডারের টাকা এবার একধাক্কায় ৩ গুণ বাড়তে চলেছে। তবে, জানা যাচ্ছে বাড়তি টাকা পেতে একটা ছোট্ট কাজ করে ফেলতে হবে। 

জমা দিতে হবে শুধুমাত্র একটা নথি। যে সমস্ত মহিলাদের ইনকাম বছরে আড়াই লক্ষ টাকার কম, একমাত্র তারাই কিন্তু পাবেন এই টাকা। তাই এই টাকা পেতে শুধু জমা দিতে হবে ইনকাম সার্টিফিকেট। তাহলেই আপনার অ্যাকাউন্টে মাসে মাসে ঢুকবে ৩ হাজার টাকা। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা আবেদন করতে পারবেন। কোনো সরকারি কর্মচারী মহিলা আবেদন করতে পারবেন না। 

উল্লেখ্য, লক্ষ্মীর ভান্ডার ভোটবাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। আগে এই প্রকল্পের আওতায় প্ৰতি মাসে ৫০০ টাকা করে ভাতা পেতেন বাংলার মহিলারা। লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের পরিমাণ বাড়িয়ে ১০০০ টাকা করেছেন মুখ্যমন্ত্রী। তার ফলাফলও পেয়েছেন হাতেনাতে। রাজ্য সরকারের সবকটা জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যে বর্তমানে জনপ্রিয়তার নিরিখে যে প্রথম স্থানেই রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, সে কথা নতুন করে বুঝিয়ে বলার দরকার পড়ে না। 

তাহলে কি আবারো পুরনো চালেই ভরসা রাখতে চাইছে মমতা সরকার? এটা তো ফ্যাক্ট, লক্ষ্মীর ভান্ডারের জন্যই মহিলা ভোটারদের হৃদয়ে একবার নয়, বারবার জায়গা করে নিয়েছে মমতাময়ী সরকার। তাই সেই লক্ষ্মীর ভান্ডার এর টাকা বিধানসভা ভোটের আগে বেড়ে তিনগুণ হলে খুব একটা অস্বাভাবিক কিছু হবে না। ইতিমধ্যেই, লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ার কথায় রাজ্যের মহিলারা আনন্দের জোয়ারে ভাসছেন। 

যদিও বিরোধীরা এটাকে ইস্যু করে খোঁচা দেওয়া শুরু করেছে বর্তমান সরকারকে। কিন্তু বিতর্কের মাঝেও একটাই প্রশ্ন বড় হয়ে দাঁড়াচ্ছে, বিধানসভা ভোটের আগে রাজ্যের মহিলাদের আরও বেশি করে লক্ষ্মী লাভের আশা থাকছে তাহলে? পুরনো স্ট্র্যাটেজিতেই ২৬ এর বিধানসভা নির্বাচনে উপচে পড়বে মমতার ভোটব্যাঙ্ক? সময় দেবে উত্তর।‌




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন