Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫

শচীনের প্রশংসা পেলেন টিম ইন্ডিয়ার দুঃসময়ের সঙ্গী করুন নায়ার

Karun-Nair

সমকালীন প্রতিবেদন : কেরিয়ারে অন্যতম সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন করুণ নায়ার। দ্বিতীয় ভারতীয় হিসেবে ঘরোয়া ক্রিকেটে একটা মরশুমে পাঁচটি সেঞ্চুরি করে আগেই রেকর্ড বইতে জায়গা করে নিয়েছেন। এবার তিনি তাক লাগালেন তাঁর ব্যাটিং গড় দিয়ে। তাঁর ব্যাটের উপর ভর করে বিদর্ভ বিজয় হাজারে ট্রফির ফাইনালে প্রবেশ করল। 

বিজয় হাজারে ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে মহারাষ্ট্রের বিরুদ্ধে খেলতে নামে বিদর্ভ। যেই ম্যাচে বিদর্ভ প্রথমে ব্যাট করতে নেমে করে ৩৮০ রান। জবাবে মহারাষ্ট্র মাত্র ৩১১ রান করতে পারে। এই ম্যাচে তিন নম্বরে ব্যাট করতে নেমে করুণ নায়ার ৮৮ রানের ইনিংস খেলেন। এই ৮৮ রানের ইনিংস খেলে তিনি চলতি বিজয় হাজারে ট্রফিতে মোট ৭৫২ রান করলেন। সাতটা ম্যাচ খেলে তিনি এই রানটা করলেন।

১১২*, ৪৪*, ১৬৩*, ১১১*, ১১২, ১২২*, ৮৮*। এটা হচ্ছে সাতটা ম্যাচে করুণ নায়ারের রান। প্রতিটা ম্যাচে তিনি তিন নম্বরে ব্যাট করতে নামেন ও বড় রান করেন। তিনি মহারাষ্ট্রের বিরুদ্ধে শেষ ওভারে যথাক্রমে ৪, ৬, ৪, ৪, ৬ মারেন। করুণ নায়ার অভিষেকে জাতীয় দলের হয়ে যতগুলো ম্যাচ খেলেছেন, ততগুলো ম্যাচে নিজের ছাপ রেখেছেন। 

তিনি ট্রিপল সেঞ্চুরি করেও জাতীয় দলে জায়গা পাননি। এরপর তাঁর রাজ্যের দল কর্নাটকের সঙ্গে সমস্যা হওয়ায় ২০২২ সালে তিনি কর্নাটক ছেড়ে যান বিদর্ভে ও সেখানে গিয়ে নিজেকে নতুন করে খুঁজে পান। ২০২২ সালে করুণ নায়ার একটি পোস্ট করেছিলেন, যেখানে তিনি লেখেন, ‘প্রিয় ক্রিকেট, আমাকে আরও একটা সুযোগ দাও।’ 

করুণ নায়ার সেই সুযোগ পেয়ে কাজে লাগিয়েছেন। এদিকে, করুণ নায়ারের খেলা দেখে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ক্রিকেট কিংবদন্তি শচীন তেন্ডুলকরও। প্রশংসা করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ একটি পোস্ট শেয়ার করেছেন শচীন তেন্ডুলকর। 

তিনি তাতে লিখেছেন, ‘৭ ইনিংসে ৫টা সেঞ্চুরির সাহায্যে ৭৫২ রান করা করুণ নায়ারের অসাধারণ অর্জনের চেয়ে কম নয়। এ এমন কিছু যেটা হঠাৎ করে ঘটে না। এগুলি প্রচুর ফোকাস এবং কঠোর পরিশ্রমের সঙ্গে ঘটে। এগিয়ে যান এবং প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করুন!’ এবার করুন নায়ারের আগুন পারফরম্যান্স জাতীয় দলের নির্বাচকদের মন জিততে পারবে কি না, সেটা সময় বলবে। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন