Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

বর্ডার-গাভাসকর ট্রফির সিরিজ হেরেও টেস্ট র‌্যাঙ্কিংয়ে সেরা জশপ্রীত বুমরাহ

Jasprit-Bumrah

সমকালীন প্রতিবেদন : সম্প্রতি শেষ হওয়া বর্ডার-গাভাসকর ট্রফির পর আইসিসি তাদের নতুন টেস্ট র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। আর সেখানে ভারতীয় ক্রিকেট ভক্তদের জন্য সুখবর রয়েছে। হ্যাঁ, সিরিজ হারার দুঃখ হয়তো এতে কিছুটা হলেও লাঘব হবে। কারণ, বোলারদের তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন দলের তারকা পেসার জসপ্রীত বুমরাহ। তাঁর রেটিং পয়েন্ট ৯০৮।

এছাড়াও, এই তালিকার প্রথম দশে রয়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা, যিনি এক ধাপ উঠে ষষ্ঠ স্থানে পৌঁছেছেন ৭৪৫ রেটিং পয়েন্ট নিয়ে। অর্থাৎ, ভারতের বোলাররা কিছুটা হলেও সম্মান ধরে রেখেছে অস্ট্রেলিয়া সফরের পরেও। এদিকে, ব্যাটারদের তালিকায় ভারতের অবস্থান কিছুটা মিশ্র প্রকৃতির। 

তালিকার প্রথম দশে রয়েছেন মাত্র দুইজন ভারতীয়, তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল এবং উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। যশস্বী চতুর্থ স্থানে রয়েছেন ৮৪৭ রেটিং পয়েন্ট নিয়ে। বর্ডার-গাভাসকর ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে তিনি এই অবস্থানে পৌঁছেছেন। 

অন্যদিকে, ঋষভ পন্থ তিন ধাপ উঠে নবম স্থানে ফিরেছেন, তাঁর অর্জিত রেটিং পয়েন্ট ৭৩৯। তবে ভারতীয় ব্যাটিং তারকা বিরাট কোহলি এবং অধিনায়ক রোহিত শর্মার অবস্থান নিয়ে ক্রিকেটপ্রেমীদের মনে হতাশা তৈরি হতে পারে। কোহলি তিন ধাপ নিচে নেমে ৬১৪ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে রয়েছেন ২৭ নম্বরে। রোহিত শর্মার অবস্থা আরও খারাপ। তিনি প্রথম ত্রিশের মধ্যেও নেই। ৫৫৪ রেটিং পয়েন্ট নিয়ে তাঁর অবস্থান ৪২।

দলের অভিজ্ঞ ব্যাটাররা হতাশ করলেও কিছুটা আশা দিয়েছেন তরুণরা। তা একবাক্যে প্রমাণ করেছেন পন্থ এবং যশস্বী। এই দুজন ছাড়াও, দলের তরুণ ব্যাটার শুভমন গিল কিছুটা ভালো অবস্থানে আছেন। তিনি ৬৬৪ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার ২৩ নম্বরে রয়েছেন। অর্থাৎ, ভারতীয় ক্রিকেটের জন্য বোলারদের ক্ষেত্রে র‌্যাঙ্কিং স্বস্তিদায়ক হলেও ব্যাটারদের তালিকায় অভিজ্ঞ খেলোয়াড়দের অবস্থান নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে তরুণ খেলোয়াড়দের উত্থান দলকে ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাস জোগাবে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন