Breaking

Post Top Ad

Your Ad Spot

শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

গম্ভীর সহ ভারতীয় দলের পুরো কোচিং স্টাফকে ছাঁটাই করবে বোর্ড?

 

Indian-cricket-team

সমকালীন প্রতিবেদন : একের পর এক সিরিজে হার, সেই সঙ্গে ব্যাটিং ব্যর্থতা। যেন এক দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। শোনা যাচ্ছে, ভারতীয় ক্রিকেট দলের পারফরম্যান্সে চরম অসন্তুষ্ট বোর্ড। তাই এবার বিসিসিআই নজর দিচ্ছে কোচিং স্টাফের দিকে। বিশেষ করে সহকারী কোচ রায়ান টেন দুশখতে এবং অভিষেক নায়ারের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। 

একসময় কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত থাকা এই দুই কোচ শ্রীলঙ্কা সফরে জাতীয় দলে যোগ দেন। তবে তাদের পারফরম্যান্সে সন্তুষ্ট নয় ভারতীয় ক্রিকেট বোর্ড। রায়ান টেন দুশখতে, যিনি নেদারল্যান্ডসের প্রাক্তন অলরাউন্ডার এবং ভারতের অভিষেক নায়ার, কলকাতা নাইট রাইডার্সকে ২০১৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন করার পর গৌতম গম্ভীরের সুপারিশে জাতীয় দলে আসেন। 

কিন্তু সাম্প্রতিক সময়ে দলের খারাপ পারফরম্যান্সে তাঁদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। বোর্ড ইতিমধ্যেই কিছু কঠোর সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা করছে। বোর্ড ক্রিকেটারদের জন্য নতুন নিয়ম চালু করার চিন্তাভাবনা করছে। দীর্ঘ বিদেশ সফরে ক্রিকেটারদের পরিবারের উপস্থিতি সীমিত করা হতে পারে। 

৪৫ দিনের সফরে হয়তো ১৪ দিনের জন্য পরিবারের সদস্যদের সঙ্গে থাকার অনুমতি দেওয়া হবে। স্বল্পমেয়াদী সফরে এই সময় আরও কমানো হতে পারে। ক্রিকেটারদের জন্য দলের বাসে যাতায়াত বাধ্যতামূলক করার কথাও ভাবা হচ্ছে। সম্প্রতি বিরাট কোহলির নিজস্ব যাতায়াত পদ্ধতি বোর্ডের নজরে এসেছে, যা বন্ধ করার উদ্যোগ নেওয়া হতে পারে। 

দলের সবাই একসঙ্গে বাসে যাতায়াত করুক, তা নিশ্চিত করতে চায় বোর্ড। এছাড়াও সূত্রের খবর, বোর্ড দলে ব্যাটিং কোচের জন্যও একজনকে খোঁজ করছে। সীতাংশু কোটাককে এই দায়িত্ব দেওয়া হতে পারে। সৌরাষ্ট্রকে ২০২০ সালে রঞ্জি ট্রফি জেতানো সীতাংশু বর্তমানে ভারত ‘এ’ দলের কোচ এবং জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ভিভিএস লক্ষ্মণের সহকারী হিসেবে কাজ করছেন। 

বোর্ড মনে করছে, অভিজ্ঞ সীতাংশু দলের ব্যাটিং বিভাগকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। বোর্ডের এই পরিবর্তনের পরিকল্পনা আগামী দিনগুলোতে ভারতীয় ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। তবে দুশখতে ও নায়ারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন