সমকালীন প্রতিবেদন : শ্রীলঙ্কায় অপদস্ত হয়ে ঘরের মাঠে লজ্জার পরাজয়। সবেতেই মূল কালপ্রিট হিসেবে চোখ রাঙানি দেখেছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। রাহুল দ্রাবিড়ের কাঁধ থেকে ভারতের দায়িত্ব ঝেড়ে ফেলে গম্ভীরের ওপর তা বর্তাতেই দুর্ভাগ্যের ঘেরাটোপে আটকে পড়েছে ভারত। শেষ আশা ছিল বর্ডার–গাভাস্কার সিরিজ। তবে তাতেও গম্ভীরের দেখানো পথে হাঁটতে গিয়ে মুখে চুনকালি মেখেছে ভারতীয় দল।
আর সেই কারণেই দলের সাথে দূরত্ব বেড়েছে গৌতমের। পেয়েছেন কোচের পদ ছাড়ার হুঁশিয়ারিও। ফলত সাফল্য খুঁজতে মরিয়া ভারতের ভরাডুবি আটকাতে এবার হেড কোচের পদ থেকে সরানো হতে পারে গত বছরের জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে ভারতকে নেতৃত্ব দেওয়া গুরু গম্বীরকে। তাহলে বিকল্প? ধারণা করা হচ্ছে, ৩ প্রাক্তন ভারতীয় নক্ষত্রের কাঁধে উঠতে পারে ভারতের দায়িত্ব। রইল সম্ভাব্য তালিকা।
গত বছর দ্রাবিড়ের কাঁধ থেকে ভারতের দায়িত্ব সরিয়ে যখন বিকল্প কাঁধের খোঁজ চলছে, ঠিক সেই সময়ে গম্ভীরের আগেই ভারতের প্রাক্তন কিংবদন্তি তারকা তথা জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ-এর শরণাপন্ন হয়েছিল বিসিসিআই। পাঠানো হয়েছিল কোচিংয়ের প্রস্তাব।
তবে সেই মুহূর্তে জাতীয় দলের দায়িত্ব নিতে রাজি হননি তিনি। আগামীতে তাঁর হাতে ফিরতে পারে দলের দায়িত্ব। এদিকে, দলের দুঃসময়ের সঙ্গী রবি শাস্ত্রীকে কঠিন পরিস্থিতিতে বারংবার পাশে পেয়েছে ভারতের ছেলেরা। ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত হেড কোচ হিসেবে ভারতীয় দলে নিজের দক্ষতা প্রমাণ করেছেন ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী ক্রিকেটার শাস্ত্রী।
বলে রাখা ভাল, ২০০৭ সালে তিনি ভারতের অন্তবর্তীকালীন হেড কোচ ছিলেন। এর আগে ২০০৪ থেকে ২০০৬ পর্যন্ত টিম ইন্ডিয়ার হয়ে ডিরেক্টরের ভূমিকা পালন করেছেন রবি। ধারণা করা হচ্ছে, গম্ভীরকে ছেড়ে আবারও তাঁকেই ফিরিয়ে আনতে পারে ভারত। গত জুলাইয়ে গম্ভীরকে ভারতীয় দলের হেড কোচ বেছে নেওয়া হয়।
এর পাশাপাশি মহিলা দলের প্রাক্তন কোচ ডব্লিউ ভি রমনকেও পছন্দের তালিকায় রেখেছিল বিসিসিআই। সূত্র বলছে, ঘরোয়া ক্রিকেটে রমনের একাধিক অসামান্য রেকর্ড ও সাফল্যকে সামনে রেখে এবার গম্ভীরের পর তাঁকেই ভারতীয় দলের দায়িত্ব সঁপে দিতে পারে বোর্ড। এখন এটাই দেখার যে, গম্ভীরকে ছাঁটাই করা হলে কাকে শেষমেষ দেখা যাবে কোচের 'হটসিটে'।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন