সমকালীন প্রতিবেদন : চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করল ভারত। ১৫ জনের দলে অধিনায়কত্ব করবেন যে রোহিত শর্মা, তা এক দিন আগে শুক্রবারই জানিয়ে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। শনিবার রোহিত এবং নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর সাংবাদিক সম্মেলনে ভারতের দল ঘোষণা করলেন। ভারতের একদিনের দলে প্রথমবার ডাক পেলেন যশস্বী জয়সওয়াল।
ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে অভিষেক হতে পারে যশস্বীর। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাঁকে দেখে নেওয়া হতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রোহিতের সঙ্গে ওপেন করার জন্য শুভমন গিল রয়েছেন। তিনি দলের সহ-অধিনায়ক। তৃতীয় ওপেনার হিসাবে থাকবেন যশস্বী। তিন নম্বরে খেলার জন্য বিরাট কোহলি রয়েছেন।
সেই সঙ্গে শ্রেয়স আইয়ার এবং লোকেশ রাহুলের মতো ব্যাটারকে দলে রাখা হয়েছে। উইকেটরক্ষক হিসাবে দলে ঋষভ পন্থ রয়েছেন। দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে রাহুলের উপর ভরসা রাখছে দল। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে একাধিক অলরাউন্ডারকে নেওয়া হয়েছে। হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেলের সঙ্গে রাখা হয়েছে ওয়াশিংটন সুন্দরকেও।
হার্দিক যেমন দলের তৃতীয় পেসারের ভূমিকা পালন করতে পারবেন, তেমনই জাডেজা, অক্ষরকে সামলাতে হবে স্পিনারের দায়িত্ব। সুযোগ পেতে পারেন ওয়াশিংটনও। বোলারদের মধ্যে স্পিনার হিসাবে রয়েছেন শুধু কুলদীপ যাদব। তিন পেসার নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছে ভারত। জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি এবং আর্শদীপ সিংহের উপর থাকবে পেস বিভাগের দায়িত্ব।
১৯ ফেব্রুয়ারি থেকে শুরু এই প্রতিযোগিতা। ভারত গ্রুপ পর্বে খেলবে বাংলাদেশ, পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ভারতের সব ম্যাচ হবে দুবাইয়ে। বাকি দলগুলির ম্যাচ হবে পাকিস্তানে। ভারত যদি সেমিফাইনালে ওঠে, তা হলে সেই ম্যাচও হবে দুবাইয়ে। ভারত ফাইনালে উঠলেও সেই ম্যাচ হবে ওখানেই।
একনজরে দেখে নিন ভারতীয় দল : রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, আর্শদীপ সিংহ, ওয়াশিংটন সুন্দর এবং যশস্বী জয়সওয়াল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন