Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

২৯২৫ সাল কেমন যাবে, আপনার ভাগ্যে কি পরিবর্তন আছে?

 

Horoscope-2025

সমকালীন প্রতিবেদন : ‌কোন রাশি ২০২৫ এ খাবে বড় ধাক্কা? কাদের জন্য খুলবে সৌভাগ্যের দুয়ার? মে মাসের পরেই ঘুরবে খেলা! জানেন আপনার কেমন কাটবে এই বছরটা? আমরা নয়, বলবে তো জ্যোতিষশাস্ত্র। ১২ রাশির ১২ রুপ। হাল না ছেড়ে আগেভাগে জানুন আপনার কপালে কি লেখা! 

মেষ রাশি — মেষ রাশির জাতক-জাতিকাদের এই বছরটা ভাল-মন্দ মিশিয়ে কাটবে। মিশ্র ফল পাওয়ার সম্ভাবনাই বেশি। বিবাহিত হলে জীবনসঙ্গীর যত্ন নিতে হবে। বিদ্যার্থীদের লেখাপড়ায় একটু বেশি মন দিতে হবে। আর্থিক দিকে মধ্যম থাকবে। মামলা মোকদ্দমা থাকলে মিটে যাওয়ার সম্ভাবনা।

মিথুন রাশি — ২০২৫ মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ হতে চলেছে। তবে, কর্মক্ষেত্রে নিজের ব্যবহার সংযত রাখতে হবে। তাতে ভাল ফল পাবেন। আর্থিক উন্নতি আসতে চলেছে। বিদ্যার্থীরা বছরের মাঝামাঝি সময় থেকে ভালো ফল পাবেন। মে মাসের পর থেকে দাম্পত্য জীবনে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাবে। 

বৃষ রাশি — আগের তুলনায় নতুন বছরের প্রথম থেকেই বৃষ রাশির জাতক-জাতিকাদের বেশি পরিশ্রম করতে হবে। কিন্তু সেই পরিশ্রমের ফল পাবেন মার্চ মাসের পরে। দাম্পত্য জীবন সুখের হবে। প্রেমে পরিণতি পেতে পারেন। আর্থিক দিক মোটামুটি থাকবে।

কর্কট রাশি — নতুন বছরে আর্থিক দিক থেকে বিশেষ উন্নতি হবে না কর্কট রাশির ব্যক্তিদের। তবে মোটের উপর ভাল কাটবে। আর হ্যাঁ, জীবনে কোনও জটিল সমস্যা থাকলে এই বছর সেটা থেকে মুক্তি পাবেন। সাংসারিক দিকে সতর্ক থাকুন। 

সিংহ রাশি — নতুন বছরটা ভাল-মন্দ মিশিয়ে কাটবে সিংহ রাশির জন্য। কিছু ক্ষেত্রে ভাল ফল পেলেও, কিছু ক্ষেত্রে খারাপ ফল পাওয়ার আশঙ্কা। ব্যক্তিগত জীবনের উপর বিশেষ নজর দিন। তবে স্বস্তির বিষয় একটাই, আর্থিক দিকে বিশেষ কোনও সমস্যা আসবে না। বিদ্যার্থীদের জন্য বছরটা ভাল, যদিও সেটা মে মাসের পর থেকে। 

তুলা রাশি — তুলা রাশির সোনায় সোহাগা যাকে বলে। ২০২৫ তুলা রাশির জন্য খুব ভাল ফল দিতে চলেছে। বিশেষ কোনও সমস্যা থাকবে না। চাকরির ক্ষেত্রে ভাল খবর পেতে পারেন। আর্থিক দিকে কোনও সমস্যা থাকলে তা কেটে যাবে। মে মাসের পরেই গোটা ছবিটা বদলে যেতে পারে! দাম্পত্য, প্রেম, শিক্ষা, সব দিক থেকেই ভাল খবর পাবেন। 

কন্যা রাশি — ২০২৪ সালের সঙ্গে তুলনা করলে কন্যা রাশির জাতক-জাতিকাদেরও ২০২৫ সাল বেশ অনুকূল থাকবে। সাংসারিক জীবন থেকে শুরু করে কর্মজীবন, সব দিকেই ভাল হবে, বলছে জ্যোতিষশাস্ত্র। স্বাস্থ্য নিয়ে থাকবে না কোনও সমস্যা। 

ধনু রাশি — কেমন কাটবে ধনুর? নতুন বছরের প্রথম দিকটা ধনু রাশির ব্যক্তিরা মিশ্র ফল পাবেন। মে মাসের পর থেকে কিছুটা হলেও ভাল কাটবে। শিক্ষার ক্ষেত্রেও তাই। দাম্পত্য জীবনের সমস্যা কাটিয়ে উঠতে বছরের মধ্য ভাগ হয়ে যেতে পারে। খুব আর্থিক অবনতি হবে না। নতুন আয় বৃদ্ধির সম্ভাবনা থাকছে।

কুম্ভ রাশি — কুম্ভ রাশির ক্ষেত্রেও মিশ্র ফল। নতুন বছরটা ভাল-খারাপ মিশিয়ে কাটবে। যে কোনও সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নেওয়া প্রয়োজন। যে সমস্ত কাজ অসম্পূর্ণ ছিল, সেগুলি ধীরে ধীরে পরিণতি পেতে শুরু করবে। ভ্রমণের সম্ভাবনা আছে। মায়ের শরীরের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন।

মকর রাশি — মকর রাশির ক্ষেত্রে নতুন বছরটা বেশ ভাল থাকবে। অনেক দিনের পুরনো সমস্যার হাত থেকে মুক্তি পাও‌য়ার চান্স। চাকরি কিম্বা ব্যবসা, দু’দিকেই ভালো খবর পেতে পারেন। মানসিক দিকে এবং কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই বছরটা শুভ বলেই মনে হচ্ছে। তবে দাম্পত্য জীবন এবং আর্থিক দিকে সতর্কতা বজায় রাখুন।

বৃশ্চিক রাশি — তবে বৃশ্চিক রাশির জন্য এই বছরটা মধ্যম পর্যায়ের। পুরনো সমস্যা দূর হলেও নতুন সমস্যা ফেস করতে হবে। মে মাস পর্যন্ত সব দিকেই খুব ভাল ফল পাবেন, তবে মে মাসের পরের সময়টা থেকে সমস্যা বাড়তে পারে। 

মীন রাশি — মীন রাশির জাতক জাতিকারাও এই বছর মিশ্র ফল পেতে চলেছেন। নিজের কাজের প্রতি বিশেষ যত্নশীল হতে হবে। সৎ ভাবে চললে খুব ভাল ফল পাবেন। অলসতা কাটিয়ে উঠতে পারলে কর্মে সাকসেসফুল হবেন। মে মাসের পর কিছুটা ভাল ফল পাওয়ার আশা রাখতে পারেন।‌‌


** রাশিফল জীবনের প্রতি একটা ধারণামাত্র। এর সঙ্গে বাস্তবের মিল কতটা, তার দায় ই–সমকালীনের নয়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন