Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

ইংল্যান্ড সিরিজে টিম ইন্ডিয়ার চিন্তা বাড়াচ্ছে বুমরাহর চোট

 

England-series

সমকালীন প্রতিবেদন : ভারতীয় ক্রিকেট বোর্ড চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। দলের ব্যাটিং এবং অলরাউন্ডারদের বিভাগ ভারসাম্যপূর্ণ মনে হলেও পেস বিভাগ নিয়ে কিছুটা দুশ্চিন্তার মেঘ কাটছে না। ছয় বিশেষজ্ঞ ব্যাটার, এক উইকেটরক্ষক, চার অলরাউন্ডার, এক বিশেষজ্ঞ স্পিনার ও তিন পেসার নিয়ে গঠিত এই দলে সবচেয়ে দুর্বল কড়া পেস আক্রমণ। 

দলে জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি ও অর্শদীপ সিং রয়েছেন। তবে এই তিনজনকেই নিয়ে রয়েছে নানা প্রশ্ন। চোট সারিয়ে বুমরাহ এখনও পুরোপুরি ফিট হয়ে উঠেছেন কি না, তা নিয়ে সন্দেহ। শামি সবে মাত্র চোটমুক্ত হয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন এবং তাঁর ম্যাচ ফিটনেস নিয়ে প্রশ্ন উঠছে। অন্যদিকে, অর্শদীপ সিং একদিনের ক্রিকেটে যথেষ্ট অভিজ্ঞ নন।

২০২৫ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্টে পিঠের পেশিতে গুরুতর চোট পান জসপ্রীত বুমরাহ। সেই চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। ইংল্যান্ড সিরিজে তাঁকে দলে রাখা হলেও প্রথম দুই ম্যাচে তাঁকে বিশ্রামে রাখা হতে পারে। বোর্ডের ফিজিওর রিপোর্ট এখনও আসেনি। 

নির্বাচক প্রধান অজিত আগরকর বলেছেন, “বুমরাহকে আমরা পুরোপুরি সুস্থ দেখতে চাই। তাঁর উপর কোনও ভুল তথ্য দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। তবে আশা করছি, তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন।” তবে বুমরাহ না থাকলে ভারতের পেস আক্রমণ যে বড় ধাক্কা খাবে, তা বলাই বাহুল্য। বুমরাহের অভাব পূরণ করতে হবে বাকি পেসারদের।

এদিকে, মহম্মদ শামি চোট সারিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন এবং রঞ্জি ট্রফি থেকে সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে অংশ নিয়েছেন। তবে জাতীয় দলে তাঁর ফর্ম ও ফিটনেস নিয়ে এখনও প্রশ্ন রয়েছে। সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তাঁকে সুযোগ দেওয়া হয়েছে। 

আগরকর জানিয়েছেন, “শামি ভারতের অন্যতম অভিজ্ঞ পেসার। সাদা বলের ক্রিকেটে তাঁর দক্ষতা অসামান্য। আমরা চাইছি, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ম্যাচ খেলে তিনি নিজের ছন্দ ফিরে পান।” শামির ম্যাচ ফিটনেসে আস্থা রাখলেও সাম্প্রতিক পারফরম্যান্সে তিনি আহামরি কিছু করতে পারেননি। 

যদিও নির্বাচকেরা মনে করেন, আন্তর্জাতিক ম্যাচের চাপ তাঁকে আরও কার্যকরী করে তুলবে। এখন দেখার বিষয়, নির্বাচকেরা যে পরিকল্পনা করে এই দল গঠন করেছেন, তা চ্যাম্পিয়ন্স ট্রফির বড় মঞ্চে কতটা কার্যকরী হয়।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন