সমকালীন প্রতিবেদন : ক'দিন আগেই তেলেঙ্গানা পুলিশের ডিএসপি হয়েছেন মহম্মদ সিরাজ। এবার একই পদে আসীন হলেন ভারতীয় দলের আরও এক তারকা ক্রিকেটার। এবার উত্তরপ্রদেশ পুলিশের ডিএসপি হলেন দীপ্তি শর্মা। ভারতের মহিলা ক্রিকেট দলের সুপারস্টার অল-রাউন্ডার দীপ্তি দায়িত্ব হাতে পেয়ে সোশ্যাল মিডিয়ায় কৃতজ্ঞতা জানান অনুরাগীদের।
দীপ্তির উত্তরপ্রদেশ পুলিশে চাকরি পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে গিয়েছিল গত বছরেই। সেই কারণেই তিনি বাংলা ছেড়ে উত্তরপ্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেটে মাঠে নামার সিদ্ধান্ত নেন। দীপ্তিকে নো অবজেকশন সার্টিফিটেক দেওয়ার সময়েই বংলার ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে দীপ্তির ইউপি পুলিশে চাকরি পাওয়ার কথা জানানো হয়েছিল সংবাদমাধ্যমকে।
শেষমেশ উত্তরপ্রদেশ পুলিশের ইউনিফর্ম হাতে পেলেন দীপ্তি। দায়িত্ব নেওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় নিজের একগুচ্ছ ছবি পোস্ট করেন দীপ্তি শর্মা। তিনি এও জানান যে, নিষ্ঠার সঙ্গে নিজের কর্তব্য পালন করবেন। উত্তরপ্রদেশ পুলিশে যোগ দেওয়াকে কেরিয়ারের অন্যতম মাইলস্টোন হিসেবেও বর্ণনা করেন দীপ্তি শর্মা।
দীপ্তি শর্মা তিন ফর্ম্যাটেই ভারতের মহিলা ক্রিকেট দলের হয়ে নিয়মিত মাঠে নামেন। তিনি এখনও পর্যন্ত ভারতের হয়ে ৫টি টেস্ট, ১০১টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও ১২৪টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। তিন ফর্ম্যাটেই দীপ্তির ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই।
দীপ্তি টেস্টে ৬৩.৮০ গড়ে ৩১৯ রান সংগ্রহ করেছেন। কোনও সেঞ্চুরি না করলেও ৮টি ইনিংসে ব্যাট করতে নেমে হাফ-সেঞ্চুরি করেছেন ৪টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৭৮ রানের। টেস্টে ২০টি উইকেটও নিয়েছেন তিনি। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন একবার। এক ইনিংসে তাঁর সেরা বোলিং পারফর্ম্যান্স ৭ রানে ৫ উইকেট। দুই ইনিংস মিলিয়ে একটি টেস্টে দীপ্তির সেরা বোলিং পারফর্ম্যান্স ৩৯ রানে ৯ উইকেট।
দীপ্তি শর্মা একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪.৭৪ গড়ে ২১৫৪ রান সংগ্রহ করেছেন। সেঞ্চুরি করেছেন ১টি ও হাফ-সেঞ্চুরি করেছেন ১২টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১৮৮ রানের। তিনি ওয়ান ডে ক্রিকেটে ১৩০টি উইকেট নিয়েছেন। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৩ বার। সেরা বোলিং পারফর্ম্যান্স ২০ রানে ৬ উইকেট।
দীপ্তি শর্মা আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ২৩.৬০ গড়ে ১০৮৬ রান সংগ্রহ করেছেন। কোনও সেঞ্চুরি না করলেও হাফ-সেঞ্চুরি করেছেন ২টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৬৪ রানের। দেশের জার্সিতে টি-২০ ক্রিকেটে দীপ্তি শর্মা মোট ১৩৮টি উইকেট নিয়েছেন। সেরা বোলিং পারফর্ম্যান্স ১০ রানে ৪ উইকেট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন