সমকালীন প্রতিবেদন : সাইবার ক্যাফে খুলে অন্যের নথি দাখিল করে ভুয়ো কোম্পানীর নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার করা হলো সাইবার ক্যাফের মালিককে। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম নরেশ বিশ্বাস। বাড়ি বাগদা থানার সন্তোষা গ্রামে। ধৃতকে মঙ্গলবার বনগাঁ আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বাগদা থানার বাজিতপুর এলাকায় একটি সাইবার ক্যাফে আছে ধৃত নরেশ বিশ্বাসের। আর এই সাইবার ক্যাফের আড়ালেই চলত জালিয়াতি, এমনই অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এই তথ্য জানতে পারে বাগদা থানার পুলিশ।
বাগদার বাজিতপুর এলাকার বাসিন্দা প্রণব বিশ্বাস নামে এক ব্যক্তি সম্প্রতি জানতে পারেন যে, ভুয়ো নথি দাখিল করে তাঁর নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে। আর সেই অ্যাকাউন্টকে অবৈধ কাজে ব্যবহার করা হচ্ছে। এরপর খোঁজ নিয়ে তিনি জানতে পারেন যে, সন্তোষা গ্রামের নরেশ বিশ্বাস এই কান্ড করেছে।
প্রণব বিশ্বাস এরপর বাগদা থানায় নরেশ বিশ্বাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ সোমবার রাতে তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার তাকে বনগাঁ আদালতে তোলা হলে বিচারক তাকে পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
বনগাঁ আদালতের সরকারি আইনজীবী সমীর দাস জানান, নরেশ বিশ্বাস নামে ধৃত ব্যক্তি অন্যের নথি দাখিল করে ভুয়ো কোম্পানীর নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেশ বিদেশের আর্থিক লেনদেন করতো। এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত আছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা করছে পুলিশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন