সমকালীন প্রতিবেদন : এবারে বেপরোয়া গাড়ির শিকার হলেন এক সিভিক ভলান্টিয়ার। গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ারের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সৌমিত্র আচার্য (৩২)। বাড়ি বনগাঁ থানার আরামডাঙা এলাকায়। তিনি বনগাঁ থানায় কর্মরত ছিলেন।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, বনগাঁ–বাগদা সড়কের ধার দিয়ে জলের পাইপ লাইন বসানোর কাজ চলছে অনেকদিন ধরে। আর সেই কারণে দীর্ঘদিন ধরে রাস্তা খোঁড়ার কাজ চলছে। রাস্তা সংকীর্ণ হয়ে গেছে। আর সেটাই এবার বড় দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়ালো।
জানা গেছে, বুধবার সন্ধেয় বাজার করে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন ওই সিভিক ভলান্টিয়ার। এই সময় পেছন দিক থেকে একটি বেপরোয়া ট্রাক তাঁকে ধাক্কা মারলে তিনি রাস্তার উপর পড়ে যান। মারাত্মকভাবে জখম হন তিনি।
এরপর স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বনগাঁ শহর সহ আশপাশ এলাকায় সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের পাশাপাশি উদ্বিগ্ন প্রশাসনও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন