সমকালীন প্রতিবেদন : ২০২৪ সালের আইপিএলে কেকেআর প্রথম জয়ের স্বাদ পেয়েছিল নিজেদের ঘরের মাঠে। প্রথম ম্যাচে সানরাইজার্সকে ৪ রানে হারিয়ে যাত্রা শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স। এরপর দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে তাদের ঘরে গিয়ে ৭ উইকেটে হারিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।
তৃতীয় ম্যাচে পন্থের দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১০৬ রানে বিরাট জয় পেয়েছিল কেকেআর। নাইটরা তাদের দলগত সর্বোচ্চ ২৭২ রান করেছিল এই ম্যাচে। লিগের চতুর্থ ম্যাচে চিপকে চেন্নাই সুপার কিংসের কাছে চলতি আইপিএল-এ প্রথম হারের স্বাদ পেয়েছিল কেকেআর। ৭ উইকেটে নাইটদের বিরুদ্ধে জয় পায় চেন্নাই সুপার কিংস।
তবে বাংলা নববর্ষের দিনে ইডেনে লখনউয়ের বিরুদ্ধে জিতে জয়ের রাস্তায় ফেরে কলকাতা নাইট রাইডার্স। ৮ উইকেটে জয় তুলে নেয় শ্রেয়স আইয়াররা। এরপর ঘরের মাঠে মরশুমের দ্বিতীয় হারের স্বাদ পায় কলকাতা নাইট রাইডার্স। জস বাটলারের ইনিংসের সুবাদে রাজস্থান রয়্যালসের কাছে রোমাঞ্চকর ম্যাচে হারে নাইটরা।
ইডেনে টানটান উত্তেজনার ম্যাচে বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ১ রানে হারিয়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। এরপরে ঘরের মাঠে পঞ্জাব কিংসের বিরুদ্ধেও ধাক্কা খেয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ইডেনে ২৬১ রান করেও হারতে হয়েছিল কেকেআরকে। পরের ম্যাচে দিল্লির বিরুদ্ধে ৭ উইকেটে জয় তুলে নেয় শ্রেয়স ব্রিগেড।
এরপর ওয়াংখেড়েতে ১২ বছর পর মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। মিচেল স্টার্কের দুরন্ত বোলিংয়ের কারণে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৪ রানে জয় হাসিল করেছিল কেকেআর। লখনউকে অ্যাওয়ে ম্যাচে ৯৮ রানে হারায় কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে শেষ ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে ১৮ রানে জয় পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স।
কলকাতা নাইট রাইডার্সের গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়। গুজরাট টাইটানস ও রাজস্থান রয়্যালস ম্যাচ না খেলে সেখান থেকে একটি করে পয়েন্ট পায় কলকাতা নাইট রাইডার্স। এর ফলে শীর্ষে থেকেই প্লে-অফে প্রবেশ করেছিল কলকাতা নাইট রাইডার্স।
কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৩৮ বল বাকি থাকতে ৮ উইকেটে জয় পেয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল শাহরুখ খানের দল। এবার শেষ ম্যাচ জিতে ট্রফি জয়ের অপেক্ষা শেষ করেছিলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ার। এবার নতুন অধিনায়ক, নতুন কোচের লক্ষ্য দলকে চতুর্থ ট্রফি জেতানো। তেমনটা কি হবে? উত্তর দেবে সময়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন