Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

সীমান্তের সুরক্ষায় ফের বিএসএফ-বিজিবি বৈঠক, বেনাপোল সীমান্তে পাঁচ ঘণ্টার ম্যারাথন আলোচনা

 ‌

BSF-BGB-meeting

সমকালীন প্রতিবেদন : ‌এই নিয়ে দ্বিতীয়বার। বুধবার ভারত-বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল বন্দরে সাজো সাজো রব। এদিন বেলা এগারোটায় পেট্রাপোল বন্দরে এসে পৌঁছান বিএসএফের কলকাতা সেক্টর কমান্ডার ও ডিআইজি তরণী কুমার টিউ। এরপর বাংলাদেশের বেনাপোলে বিএসএফ এবং বিজিবির মধ্যে শুরু হয় গুরুত্বপূর্ণ বৈঠক, যা চলে টানা পাঁচ ঘণ্টা।

এই বৈঠকে বিএসএফ এবং বিজিবির পক্ষ থেকে ১২ জন করে আধিকারিক উপস্থিত ছিলেন। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল দুই দেশের সীমান্তের সুরক্ষা, স্থিতি এবং পারস্পরিক সম্পর্ক আরও মজবুত করা। বিএসএফ সূত্রে জানা গেছে, এটি একটি নিয়মিত বৈঠক হলেও এর গুরুত্ব ছিল অপরিসীম।

গত সপ্তাহেও দুই পক্ষের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, যেখানে বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি মনিন্দ্র সিং পাওয়ার অংশগ্রহণ করেছিলেন। সেই সময় তিনি জানিয়েছিলেন, "নিয়ম মাফিক মিটিং করতে এসেছি। দুই দেশের সীমান্তে কোনো সমস্যা নেই।" বুধবারের বৈঠকের পরেও বিএসএফ আধিকারিকরা একই সুরে জানিয়েছেন, সীমান্ত এলাকায় বর্তমানে কোনো বড় সমস্যা নেই।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কোনো বিশদ তথ্য দেননি বিএসএফ বা বিজিবি আধিকারিকরা। তবে বৈঠকের সার্বিক আবহ এবং আলোচনা থেকে স্পষ্ট, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী একে অপরের সঙ্গে সহযোগিতার সম্পর্কে আরও জোর দিচ্ছে।

এই ধরনের বৈঠক দুই দেশের মধ্যে সম্পর্ক দৃঢ় করার পাশাপাশি সীমান্ত সুরক্ষার দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এই ধরনের আলোচনা আরও হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন