সমকালীন প্রতিবেদন : ঠান্ডা পানীয়র সঙ্গে নেশার দ্রব্য খাইয়ে নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ উঠলো জামাইবাবুর বিরুদ্ধে। শাশুড়ির দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত জামাইকে গ্রেপ্তার করল পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পেট্রাপোল থানা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, পেট্রাপোল থানার ছয়ঘড়িয়া এলাকার বাসিন্দা শুভ দেবনাথ ভালোবেসে বিয়ে করে বনগাঁর এক যুবতীকে। শ্বশুরবাড়িতে ১৭ বছরের এক নাবালিকা রয়েছে। শাশুড়ি কাজের সূত্রে ভিন রাজ্যে থাকেন। কিছুদিন আগে শুভ স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে যায়।
সেইসময় শ্বশুরবাড়িতে কেউ ছিল না। শুভ তার স্ত্রী এবং শ্যালিকাকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়িতে ছিল। সেইসময় এক সন্ধ্যেয় শুভ নেশার দ্রব্য নিয়ে বসে। শ্যালিকা এবং স্ত্রীর জন্য ঠান্ডা পানীয়র ব্যবস্থা করে। কিন্তু তার মনে যে অন্য পরিকল্পনা কাজ করছিল, তা টের পায় নি তার স্ত্রী এবং শ্যালিকা।
অভিযোগ, ঠান্ডা পানীয়র সঙ্গে মাদক মিশিয়ে তাদের দুজনকে খেতে দেয় শুভ। তারা সরল বিশ্বাসে তা খেয়ে নেয়। এর কিছুক্ষণ পর শ্যালিকা পাশের ঘরে শুতে চলে যায়। আর শুভর স্ত্রী শৌচাগারে যায়। এইসময় শুভ শৌচাগারের দরজা বাইরে থেকে আটকে দিয়ে শ্যালিকাকে ধর্ষণ করে।
এই ঘটনা কাউকে না জানানোর জন্য নাবালিকা শ্যালিকাকে শুভ হুমকি দেয় বলে অভিযোগ। ফলে এতোদিন বিষয়টি জানাজানি হয় নি। মঙ্গলবার নাবালিকার মা ভিন রাজ্য থেকে বাড়ি ফেরার পর সমস্ত ঘটনা নিজেই জানায় ওই নাবালিকা।
এরপর জামাই শুভর বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানান নাবালিকার মা। সেই অভিযোগের ভিত্তিতে বুধবার সকালে জামাই শুভকে গ্রেপ্তার করে পুলিশ। এদিন দুপুরে তাকে বনগাঁ আদালতে তোলা হয়। দুজনেরই এদিন ডাক্তারি পরীক্ষা করানো হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন