Breaking

Post Top Ad

Your Ad Spot

শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

স্টার্কের বদলি বোলার গুরুতর জখম, বড় ধাক্কা নাইট শিবিরে

 

Anrich-Nokia

সমকালীন প্রতিবেদন : গতবারের আইপিএল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ১০ বছর পর ট্রফি এসেছিল শহর কলকাতার ঝুলিতে। কিন্তু গতবারের দল অনেকাংশে বদলে ফেলেছে নাইট ফ্র্যাঞ্চাইজি। নেই আগের কোচ, নেই আগের ক্যাপ্টেন, নেই আগের তারকা বোলার মিচেল স্টার্ক। 

কিন্তু নাইটরা সবার বদলি খুঁজে নিয়েছিল নিলামের টেবিল থেকে। এবার তাতেই ধাক্কা খেল শিবির। কারণ, চোটের জন্য আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন আনরিখ নোখিয়া। শরীরের পিছনের অংশে চোট পেয়েছেন তিনি। গত একদিনের বিশ্বকাপেও চোটের জন্য খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকার এই জোরে বোলার। তাঁর চোট উদ্বেগ বৃদ্ধি করবে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষেরও।

সাউথ আফ্রিকা প্রিমিয়ার লিগের ম্যাচে চোট পেয়েছেন নোখিয়া। সোমবার তাঁর স্ক্যান করানো হয়েছে। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, ফিট হয়ে মাঠে নামতে কয়েক সপ্তাহ সময় লাগবে নোখিয়ার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর খেলার সম্ভাবনা নেই। যদিও এখনই তাঁর পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করা হচ্ছে না। 

আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রাথমিক দলে পরিবর্তন করা যাবে। তাই পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণার আগে সময় নিতে চান দক্ষিণ আফ্রিকার কর্তারা। নোখিয়ার চোট কতটা গুরুতর তা জানানো হয়নি। নোখিয়ার চোট দক্ষিণ আফ্রিকার বোলিং শক্তিকে নিশ্চিতভাবে দুর্বল করবে। 

উদ্বেগ বৃদ্ধি করবে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষেরও। আইপিএল ২০২৫-এর মেগা নিলামে আনরিখ নকিয়াকে ৬.৫ কোটি টাকা দিয়ে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। স্টার্কের বদলি হিসেবে নেওয়া হয়েছিল তাঁকে। চোট কতটা গুরুতর তা নিয়ে এখনও কিছু জানা ‌যায় নি। 

তবে আইপিএলের নতুন মরশুম শুরুর আগে আনরিখ নকিয়ার চোটের খবর কিছুটা হলেও চিন্তা বাড়িয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্টের। চ্যাম্পিয়ন্স ট্রফির পর হবে আইপিএল। আগামী ২৩ মার্চ থেকে শুরু হবে প্রতিযোগিতা। চোটের জন্য তিনি আইপিএলও না খেলতে পারলে, বিকল্প খুঁজতে হবে শাহরুখ খানের দলকেও।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন