Breaking

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

‌২০ টাকার রিচার্জেই চালু থাকবে সিম

20-taka-recharge

সমকালীন প্রতিবেদন : রিচার্জ না করলেও ১২ মাস চালু থাকবে সিম কার্ড? ইনকামিং আউট গোয়িং দুটোই থাকবে চালু? ২০ টাকাতেই কিস্তিমাত! টেলিকম সংস্থাগুলোকে জোর ধাক্কা দিল ট্রাই। বছরের শুরুতেই বড় গিফট টেলিকম ডিপার্টমেন্টের। এরপর থেকে কিভাবে করবেন রিচার্জ? জিও এয়ারটেল ভোডাফোন কোন টেলিকম সংস্থা দিচ্ছে কি সুবিধা? বিস্তারিত জানুন এই প্রতিবেদনে। 

প্রথমেই বলি এবার মুশকিল আসান করবে মাত্র ২০ টাকা।  কিন্তু কিভাবে? দেখুন, রিচার্জের চক্করে সাধারন মানুষের সমস্যা বাড়ছিল এতদিন। মুঠো মুঠো টাকা ঢালতে হচ্ছিল প্রতি মাসে মোবাইল রিচার্জের জন্য। কিন্তু ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এবার যে বড় ঘোষণা করা হয়েছে গ্রাহকদের স্বার্থে, তাতেই মিলল স্বস্তি। আর জোর ধাক্কা খেলো জিও, ভোডাফোন, এয়ারটেলের মতো টেলিকম সংস্থাগুলো। 

একের বেশি সিমকার্ড যাদের আছে, তাদের এবার খরচের বোঝা অনেকটাই কমবে। দুটো সিম থাকলে অনেক সময়েই দ্বিতীয় নম্বরে রিচার্জ করতেই ভুলে যান গ্রাহকরা। আবার সর্বক্ষণ দুটো সিম ব্যবহারও করা হয় না। অথচ মাসে মাসে মোটা টাকার রিচার্জ করাতে হয়। কারণ, রিচার্জ ভ্যালিডিটি শেষ হওয়ার পর কেবল তা সচল রাখতেই দামি রিচার্জ করতে হয়। না হলে সেই সিম ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়। এমনকি টেলিকম অপারেটর সংশ্লিষ্ট ব্যক্তির নামে জারি হওয়া সিম কার্ড অন্য কাউকে ইস্যুও করতে পারে। 

কিন্তু এবার ট্রাই এর দৌলতে সেই নিয়ম বদলালো। নতুন নিয়মানুযায়ী, এবার গ্রাহকদের কমপক্ষে ২০ টাকার রিচার্জ করতে হবে। একটানা তিন মাসের বেশি সময় যদি রিচার্জ না করা হয়, তাহলে সিম বন্ধ করে দিতে পারবে টেলিকম সংস্থাগুলো। কিন্তু কোনোভাবেই তার আগে নয়। রিলায়েন্স জিও থেকে শুরু করে এয়ারটেল, ভোডাফোন আইডিয়া, বিএসএনএল মানে সরকারি এবং বেসরকারি প্রতিটা টেলিকম সংস্থাকেই তিন মাস বা ৯০ দিনের বৈধতার নিয়ম মানতেই হবে। 

এবার যারা জিওর সিম ব্যবহার করেন তাদের জন্য জানিয়ে রাখি, জিও গ্রাহকরা এবার থেকে ৯০ দিনের বৈধতা পাবেন অর্থাৎ জিওর সিমকার্ড রিচার্জ না করালে মাত্র ৯০ দিন পর্যন্ত সেই সিমকার্ড বৈধ থাকবে, তারপরে সিম বন্ধ হয়ে যেতে পারে। ৯০ দিন পরেও রিচার্জ না করা হলে সেই সিমকার্ড পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে এবং তা অন্য গ্রাহককে দেওয়া হবে। আর তাই মোবাইল নম্বর খোয়াতে না চাইলে আপনাকে সামান্য খরচ করতেই হবে।

যেহেতু দেশের সমস্ত টেলিকম অপারেটরদের জন্যই চালু করা হয়েছে ট্রাই এর এই নতুন নিয়ম, তাই এয়ারটেলও জানিয়েছে ৯০ দিনের পরেও ১৫ দিনের একটা গ্রেস পিরিয়ড দেবে তারা। এর মধ্যেও রিচার্জ না হলে সেই নম্বর দিয়ে দেওয়া হবে অন্য কাউকে। মোবাইল নম্বরটাও সেই গ্রাহকের থেকে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে।

আবার ভোডাফোন আইডিয়ার নয়া নিয়মেও এই ৯০ দিনের বৈধতার মেয়াদ রয়েছে। এক্ষেত্রেও বিনা রিচার্জে ৯০ দিন পর্যন্ত চলবে সিমকার্ড। তারপরে সিমকার্ড চালু করতে হলে ৪৯ টাকার রিচার্জ করতে হবে। কোনো রিচার্জ না হলে ফের বন্ধ হয়ে যাবে সেই মোবাইল নম্বর।

তবে, কেন্দ্র সরকারের অধীনস্থ টেলিকম অপারেটর সংস্থা বিএসএনএলের ক্ষেত্রে এই বৈধতা থাকবে ১৮০ দিন, রিচার্জ না করলেও চলবে এতদিন। এই গ্রাহকদের বারেবারে রিচার্জ করার সমস্যায় পড়তে হবে না সেভাবে।‌‌



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন