Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

মেলবোর্ন টেস্টে নজির গড়ার সুযোগ পাবেন বিরাট কোহলি

 

Virat-Kohli

সমকালীন প্রতিবেদন : পার্থে সেঞ্চুরি হাঁকালেন। কিন্তু তারপর থেকে বিরাটের ব্যাটে ফের রানের খরা চলছে। গত দু’টি টেস্টে রান পাননি বিরাট কোহলি। সেই কারণে এবার বিরাটের অবসর নেওয়া উচিত বলে দাবি করছেন অনেকেই। সেই কারণে, মেলবোর্নের চতুর্থ টেস্টে রানে ফেরার লক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন এই ভারতীয় ব্যাটসম্যান। তবে রানে ফিরলে আরও একটি বোনাস পাবেন বিরাট। 

আগামী ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্ট খেলতে নামবে ভারত। সেখানে সচিন তেন্ডুলকরের নজির ভাঙার সুযোগ রয়েছে কোহলির সামনে। মেলবোর্নে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি রান করার রেকর্ড রয়েছে সচিনের নামে। পাঁচটি টেস্টে ৪৪.৯০ গড় ও ৫৮.৬৯ স্ট্রাইক রেটে ৪৪৯ রান করেছেন তিনি। তিনটি শতরান ও তিনটি অর্ধশতরান রয়েছে তাঁর। 

এই মাঠে তিনটি টেস্টে কোহলি করেছেন ৩১৬ রান। ৫২‌.৬৬ গড়ে রান করেছেন তিনি। সর্বোচ্চ ১৬৯ রান। অর্থাৎ, বক্সিং-ডে টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১৩৪ রান করলেই সচিনকে টপকে যাবেন কোহলি। এক টেস্ট কম খেলেই ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রানের মালিক হবেন তিনি। এখন অবশ্য সচিনের পরে দ্বিতীয় সর্বাধিক রানের মালিক অজিঙ্কা রাহানে। 

মেলবোর্নে তিনটি টেস্টে ৭৩.৮০ গড়ে ৩৬৯ রান করেছেন তিনি। দু’টি শতরান রয়েছে তাঁর। কোহলি আর ৫৪ রান করলেই রাহানেকেও টপকে যাবেন। চলতি সিরিজে পার্থে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরান করেছিলেন কোহলি। দেখে মনে হয়েছিল, এই সিরিজে রান পাবেন তিনি। 

কিন্তু পরের দুই টেস্টে অ্যাডিলেড ও ব্রিসবেনে রান পাননি কোহলি। বার বার অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে আউট হয়েছেন। মেলবোর্নে কোহলির পরিসংখ্যান ভাল। কিন্তু মাঝের একজোড়া টেস্ট যে মাঠে খেলা হয়েছিল, সেখানেও কোহলির রেকর্ড ছিল ভালো। 

কিন্তু তা সত্ত্বেও ব্যাট হাতে দলকে ভরসা জোগাতে পারেননি তিনি। তবে কোহলির কাছে ফর্মে ফেরা এতটাও কঠিন নয়। কারণ, আগেও অনেকবার এরকম পরিস্থিতি থেকে নিজেকে ফিরিয়েছেন তিনি। সেই কারণেই হয়তো তিনিই শুধুমাত্র বিরাট। এখন দেখার, বক্সিং-ডে টেস্টে সচিনের নজির তিনি ভাঙতে পারেন কি না।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন