রাজকুমার শর্মা বলেন, “কোহলি লন্ডনে যাওয়ার কথা ভাবছে। খুব তাড়াতাড়ি অনুষ্কা, ভামিকা ও অকায়কে নিয়ে সেখানে চলে যাবে ও।” কিন্তু আচমকা কেন দেশ ছাড়তে চাইছেন কোহলি? এর উত্তর খুব স্বাভাবিকভাবেই দিয়েছেন তাঁর কোচ রাজকুমার শর্মা। তিনি এই বিষয়ে জানিয়েছেন, “ক্রিকেট ছাড়া বাকি সময়টা কোহলি তাঁর পরিবারের সঙ্গেই কাটাতে ভালবাসে। অবসরের পরে বাকি জীবনটা ও লন্ডনে কাটাতে চায়। সেই কারণেই কোহলি এই সিদ্ধান্ত নিয়েছে।”
এর পাশাপাশি, শুধুমাত্র লন্ডনকে অবসরের গন্তব্য হিসেবে বেছে নেওয়ার কারণটিও স্পষ্ট করেছেন তিনি। তিনি বলেন, “লন্ডনে ওর থাকতে ভাল লাগে। ওখানকার পরিবেশ ওদের ভাল লাগে। ভারতে থাকলে যেভাবে সারাক্ষণ ওদের নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরতে হয়, সেটা লন্ডনে দরকার পড়ে না। ওখানে অনেক স্বাভাবিকভাবে জীবন কাটাতে পারে ওরা।”
বিরাটের দেশ ছাড়া এখন যেহেতু তাঁর অবসরের সঙ্গে সম্পর্কিত, তাই স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠছে যে, তিনি কবে অবসর নিচ্ছেন? এই সম্পর্কিত সব জল্পনা উড়িয়ে তাঁর কোচ জানিয়েছেন, কোহলি এখনই অবসর নিয়ে কিছু ভাবছেন না।
তাঁর কথায়, “কোহলি এখনও ফিট। অবসরের বয়স ওর হয়নি। আমি নিশ্চিত ও আরও পাঁচ বছর খেলবে। ২০২৭ সালের একদিনের বিশ্বকাপে ও খেলবে। আমি ওকে ১০ বছর বয়স থেকে চিনি। তাই ও কী ভাবছে, সেটা আমি জানি। ওর সঙ্গে প্রায়ই আমার কথা হয়।” এখন কবে বিরাট এই সিদ্ধান্তে সিলমোহর দেন, সেটাই দেখার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন