সমকালীন প্রতিবেদন : নিলামের আগে কলকাতা নাইট রাইডার্স রিটেন না করায় চোখের জল ফেলেছিলেন ভেঙ্কটেশ আইয়ার। তবে নিলামে তাঁর জন্য যে সর্বস্ব উজাড় করে দেবে নাইটরা, তা স্বপ্নেও ভাবেননি তিনি। ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে নিলামে ভেঙ্কটেশ আইয়ারকে ফের ট্রেড করেছে কলাকাতা নাইট রাইডার্স।
কেকেআরের ইতিহাসে সর্বোচ্চ দ্বিতীয় দামি ক্রিকেটার এখন ভেঙ্কটেশ আইয়ার। তবে এত টাকা দিয়ে ভেঙ্কটেশ আইয়ারকে কেনা সঠিক সিদ্ধান্ত কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এবার যা ঘটল, তাতে কেকেআরের প্রায় ২৪ কোটি টাকা জলে যাবে কিনা, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। কিন্তু কি কারনে এমনটা হচ্ছে?
আসলে এখন চলছে ভারতের ঘরোয়া টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফি। ভারতীয় খেলোয়াড়দের জন্য এটি নিজেদের ফর্ম ঝালিয়ে নেওয়ার একটি দুর্দান্ত প্ল্যাটফর্ম। তবে এই প্রতিযোগিতাতেই রান নেই ভেঙ্কটেশ আইয়ারের ব্যাটে। রাজস্থানের বিরুদ্ধে ১৪ বলে ১৬ রান করে আউট হয়ে যান ভেঙ্কটেশ আইয়ার।
মধ্যপ্রদেশ প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৩৯ রান করে। সহজেই ম্যাচ জেতে রাজস্থান। এদিকে, ভারতীয় দল থেকে দীর্ঘদিন বাইরে ভেঙ্কটেশ আইয়ার। তাঁকে এত টাকা দিয়ে কি অধিনায়ক করার জন্য নিয়েছে কেকেআর? তা নিয়েও উঠছে প্রশ্ন। উল্লেখ্য, মধ্যপ্রদেশের তারকা অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারের আইপিএল অভিষেক হয় ২০২১ সালে।
গত মরসুম পর্যন্ত কেকেআরের জার্সিতেই আইপিএলে খেলতে দেখা গিয়েছে তাঁকে। এখনও পর্যন্ত ৫১টি আইপিএল ম্যাচ খেলেছেন ভেঙ্কি। মধ্যপ্রদেশের অলরাউন্ডারের একদিকে রয়েছে পাওয়ার হিটিং ক্ষমতা। পাশাপাশি, তিনি বোলিংয়েও পারদর্শী। কেকেআরের হয়ে ডেবিউ মরসুমে ভেঙ্কটেশ ১০টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন।
পরের বছর আইপিএলে ১২টি ম্যাচ খেলেন। ২০২৩ সালে ১৪টি ম্যাচ খেলেন। কিন্তু সে মরসুমে তিনি বোলিং করেননি। চব্বিশের আইপিএলে ৬টি বল করেন তিনি। উইকেটের দেখা মেলেনি। নিজের আইপিএল ডেবিউ মরসুমে ৩টি উইকেট পেয়েছিলেন। ব্যাট হাতে আইপিএলে ভেঙ্কটেশের প্রাপ্তি ১৩২৬ রান। যার মধ্যে রয়েছে ২০২৩ সালের ১৬ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে একটি সেঞ্চুরি।
২০০৮ সালের আইপিএলে কেকেআরের প্রথম ম্যাচে ব্রেন্ডন ম্যাকালাম সেঞ্চুরি করেছিলেন। তারপর কেকেআরের দ্বিতীয় ব্যাটার হিসেবে ১৫ বছর পর সেঞ্চুরি করেন ভেঙ্কটেশ আইয়ার। সেই কারণেই হয়তো নাইটরা তাঁর উপর বিড করেছে। তবে ভেঙ্কির অফ ফর্ম একটু হলেও চিন্তা বাড়াবে নাইট ম্যানেজমেন্টের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন