Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

টেস্ট বিশ্বকাপের ফাইনালের অঙ্ক কী রয়েছে?

 

Test-World-Cup

সমকালীন প্রতিবেদন : ‌বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট জিতে চুড়ান্ত আত্মবিশ্বাস নিয়ে অ্যাডিলেডে নেমেছিল টিম ইন্ডিয়া। কিন্তু অজিভূমে সেই টেস্টে লজ্জার হারের মুখোমুখি হন রোহিত শর্মারা। তাই এখন গাব্বায় ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মরিয়া টিম ইন্ডিয়া। কিন্তু ভারতের এই আশায় জল ঢেলে দিয়েছে প্রকৃতি। 

বৃষ্টিতে বিপর্যস্ত ব্রিসবেন। তাতেই সিরিজের তৃতীয় টেস্টের ফলাফল নিয়ে বাড়ছে উদ্বেগ। কারণ, এর উপরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনো নির্ভর করছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে রয়েছে ভারত ও অস্ট্রেলিয়া, দু’দলই। এখন এই টেস্ট ভেস্তে গেলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কীভাবে উঠবে ভারত? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। 

সমীকরণ বলছে, যদি ব্রিসবেন টেস্ট ভেস্তে যায়, তাহলে সিরিজ ১-১ ব্যবধানেই থাকবে। বাকি থাকবে আর দু’টি টেস্ট। যদি ভারত সেই দু’টি ম্যাচ জেতে, তাহলে রোহিত শর্মারা ৩-১ ব্যবধানে সিরিজ জিতবেন। সেক্ষেত্রে ভারতকে অন্য কোনও দলের দিকে তাকাতে হবে না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট বিশ্বকাপের ফাইনাল খেলবেন রোহিতেরা। 

যদি বাকি দুই টেস্টের মধ্যে একটি টেস্ট ড্র হয় ও ভারত একটি টেস্ট জেতে, তাহলে তারা ২-১ ব্যবধানে সিরিজ জিতবে। সেক্ষেত্রে ভারতকে তাকাতে হবে শ্রীলঙ্কার দিকে। শ্রীলঙ্কা যদি ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু’টি টেস্টের অন্তত একটিতে জেতে, তাহলে ভারত ফাইনাল খেলবে।

তবে যদি দু’টি টেস্টের মধ্যে ভারত একটিতে জেতে ও অস্ট্রেলিয়া একটিতে জেতে, তাহলে সিরিজ ২-২ ড্র হবে। সেক্ষেত্রেও শ্রীলঙ্কা ও পাকিস্তানের দিকে তাকিয়ে থাকতে হবে ভারতকে। শ্রীলঙ্কা ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে দু’টি টেস্টেই হারালে বা পাকিস্তান দক্ষিণ আফ্রিকার ঘরের মাঠে তাদের ২-০ তে হারালে, তবেই ভারত ফাইনাল খেলবে। 

যদি বাকি দু’টি টেস্টই ভারত হারে, তাহলে আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সুযোগ থাকবে না রোহিতদের। তবে এমনটা হোক, সেটা চাইছেন না ভারতের কোনও ক্রিকেটপ্রেমীই।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন