সমকালীন প্রতিবেদন : বাজপাখি পাচারের চেষ্টা ব্যর্থ করল বনগাঁ থানার পুলিশ। পুলিশের বিশেষ অভিযানে ধরা পড়ল এক পাচারকারী। উদ্ধার হল ১০টি বাজপাখি। শুক্রবার সন্ধ্যায় বনগাঁ থানা এলাকা থেকে এই পাখিগুলি উদ্ধার হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যায় বনগাঁ থানার চাঁপাবেড়িয়া এলাকায় টহল দিচ্ছিল বনগাঁ থানার একটি পুলিশ গাড়ি। চলছিল তল্লাসী অভিযান। এই সময় একটি গাড়িকে দেখে সন্দেহ হয় টহলরত পুলিশের। তখনই গাড়িটিকে দাঁড় করানোর চেষ্টা করেন পুলিশকর্মীরা।
কিন্তু পুলিশকে দেখে গাড়িটি তখন না দাঁড়িয়ে দুরন্ত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশও গাড়িটির পিছু ধাওয়া করে। অবশেষে বনগাঁর খয়রামারি এলাকায় এসে গাড়িটিকে আটকাতে সমর্থ হয় পুলিশ। গাড়িটিতে তল্লাসী চালিয়ে ১০টি বাজপাখি উদ্ধার করে পুলিশ।
এই ঘটনায় পুলিশ শুভেন্দু রায় নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে। ধতকে শনিবার বনগাঁ আদালতে তোলা হয়। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে এই পাখিগুলি সে কোথা থেকে সংগ্রহ করেছে, কোথায় পাচার করার জন্য নিয়ে যাচ্ছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ। উদ্ধার হওয়া পাখিগুলিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন