Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বানিজ্য বন্ধের হুমকি শুভেন্দু অধিকারীর

 

Subhendu-Adhikari

সমকালীন প্রতিবেদন : বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনার প্রতিবাদের ঝাঁঝ তীব্র থেকে তীব্রতর হচ্ছে এই বাংলায়। অত্যাচার বন্ধ না হলে বাংলাদেশকে পাকিস্তানের মতো পরিস্থিতি করে দেওয়া হবে। এমনকি বাংলাদেশে আলু, পেয়াজ রপ্তানি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুমকিও দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

গত ৮ দিন ধরে বাংলাদেশের কারাগারে বন্দি রয়েছেন ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। তাঁর এই গ্রেপ্তারের ঘটনাকে অনৈতিক হিসেবে চিহ্নিত করে প্রতিবাদে সামিল হয়েছে এই রাজ্য, তথা গোটা দেশ, এমনকি পৃথিবীর বিভিন্ন দেশ। সোমবার পেট্রাপোল সীমান্তে এসে সেই প্রতিবাদেরই সুর চড়ালেন শুভেন্দু অধিকারী। এদিন কোন রাজনৈতিক দলের ব্যানার ছাড়াই হিন্দু ধর্মের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, সাধু-সন্তদের নিয়ে পেট্রাপোল অভিযান করেন তিনি। সভা মঞ্চে বক্তব্যও রাখেন।

শুভেন্দু অধিকারী এদিন বলেন, 'বাংলাদেশে যারা ভারতের পতাকাকে পদদলিত করেছে, একাত্তরের সেইসব রাজাকারদের বংশধরদের ভারতের কাছে আত্মসমর্পণ করাতে বাধ্য করাবো। যেভাবে পাকিস্তানের আর্মি চিফ ভারতের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিলেন।'‌ এই আন্দোলনকে তীব্রতর করতে হিন্দু সমাজের মানুষদেরকে একত্রিত হওয়ার আহ্বান জানান তিনি।

এদিনের কর্মসূচিতে উপস্থিত মানুষদের উদ্দেশ্যে তিনি বলেন, 'ভারতে অনুপ্রবেশকারী রোহিঙ্গা, মুসলিমদের চুলের মুঠি ধরে ধরে খুঁজে বের করুন আর আর এন আই এর হাতে তুলে দিন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আগামী দিনে পশ্চিমবাংলার হিন্দুদের পরিণতি হবে বাংলাদেশের হিন্দুদের মতই। তাই অস্তিত্ব রক্ষার জন্যই হিন্দুদের এক হতে হবে। ইতিমধ্যেই দেশজুড়ে হিন্দুরা এক হতে শুরু করেছেন। '

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, আজ ২৪ ঘন্টার জন্য পেট্রাপোল সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশ সরকার যদি চিন্ময় কৃষ্ণ দাস কে মুক্তি, হিন্দুদের উপর অত্যাচার বন্ধ, হিন্দু মন্দির ভাঙচুর বন্ধ না করে, তাহলে আগামী বছর বাংলাদেশে আলু, পেঁয়াজ রপ্তানি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। 

ভারত সরকারের উদ্দেশ্যে তিনি দাবী করেন, অবিলম্বে বাংলাদেশে পন্য রপ্তানীর ক্ষেত্রে কমার্শিয়াল পারমিট দেওয়া বন্ধ করা হোক। তিনি দাবী করেন, আসাম, ত্রিপুরায় এই আন্দোলনের রেশ পড়েছে। অনেক সীমান্ত দিয়েই বাংলাদেশে আলু, পেঁয়াজ রপ্তানি ইতিমধ্যেই বন্ধ হয়েছে। 

যদিও এদিন পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী পাল্টা দাবি করে জানান, অন্যান্য দিনের মতো সোমবারও পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারত–বাংলাদেশের মধ্যে বাণিজ্য ছিল স্বাভাবিক। 

তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, এদিন ভারত থেকে ১৬০টি ট্রাক বাংলাদেশের অভ্যন্তরের পণ্য নিয়ে পৌঁছেছে। অন্যদিকে, বাংলাদেশ থেকে পন্য বোঝাই ১৫০ টি ট্রাক পেট্রাপোল সীমান্তে এসে পৌঁছেছে। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন