Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

বোলিং অ্যাকশন শোধরাতে সেই ভারতই ভরসা প্রাক্তন বিশ্বসেরা অলরাউন্ডারের

 

Shakib-Al-Hasan

সমকালীন প্রতিবেদন : ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পর আইসিসিও জানিয়েছে, সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নিয়মবিরুদ্ধ। তাই কোনও ম্যাচে আর বল করতে পারবেন না প্রাক্তন বিশ্বসেরা অলরাউন্ডার। স্রেফ ব্যাটার হিসাবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাঁকে রাখবে বাংলাদেশ? উঠে যায় সেই প্রশ্নও। তবে সাকিব সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, বোলিং অ্যাকশনের পরীক্ষায় বসবেন। 

পাশ করে ফের বল হাতে ম্যাচে নামবেন। সেই পরীক্ষা দিতে ভারতে আসছেন সাকিব। চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র ইউনিভার্সিটিতে আগামী ২১ ডিসেম্বর পরীক্ষা দেবেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক। উল্লেখ্য, চেন্নাইয়ের এই পরীক্ষাকেন্দ্র থেকে ছাড়পত্র পেয়েছিলেন কিংবদন্তি মুথাইয়া মুরলীধরণও।

জানা গিয়েছে, ঘণ্টাদুয়েক পরীক্ষা দিতে হবে সাকিবকে। বল করার সময়ে তাঁর দেহের সঙ্গে কিছু তারের সংযোগ থাকবে। তার ভিত্তিতেই পরীক্ষা করে দেখা হবে, বল করার সময়ে সাকিব চাক করছেন কিনা। যদি চেন্নাইয়ের পরীক্ষা শেষে পদ্মাপাড়ের অলরাউন্ডার ছাড়পত্র পেয়ে যান, তাহলে আবার বল করতে পারবেন তিনি। 

ইসিবি বা আইসিসির নিষেধাজ্ঞা তখন আর ধোপে টিকবে না। ২১ ডিসেম্বর যদি সাকিব পাশ করে যান, তাহলে পরের ম্যাচগুলিতে ব্যাটিং-বোলিং সবই করতে পারবেন। কিন্তু গোটা বিষয়টিতে যথেষ্ট অসন্তুষ্ট সাকিবের ঘনিষ্ঠমহল। তাঁদের প্রশ্ন, এত বছর ধরে নানা মঞ্চে খেললেন তারকা অলরাউন্ডার। 

আগামী বছর হয়তো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন। তাহলে এতদিন পরে কেন প্রশ্ন উঠল প্রাক্তন টাইগার অধিনায়কের বোলিং অ্যাকশন নিয়ে? অনেকেই মনে করছেন, ইংল্যান্ড ক্রিকেটে বর্ণবিদ্বেষের জেরেই এমন আচরণ সাকিবের সঙ্গে। 

ক্ষুব্ধ সাকিব সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, আর কোনওদিন কাউন্টি খেলবেন না। শেষ পর্যন্ত কি ভারতের মাটিতে ‘শাপমুক্তি’ ঘটিয়ে প্রত্যাবর্তন ঘটাতে পারবেন বোলার সাকিব? উত্তর দেবে সময়। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন