Breaking

Post Top Ad

Your Ad Spot

সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

২০২৫ এর আইপিএলে সবথেকে বয়স্ক দল তৈরি করল কেকেআর

 

Senior-team-KKR

সমকালীন প্রতিবেদন : অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে স্কোয়াড গড়ে বলে চেন্নাই সুপার কিংসকে বুড়োদের দল বলে অভিহিত করা হয়। যদিও এবার আইপিএল ২০২৫-এর আগে সম্পূর্ণ ভিন্ন ছবি দেখা যাচ্ছে। মেগা নিলাম থেকে সিএসকে যে স্কোয়াড গড়ে নিয়েছে, তাতে ক্রিকেটারদের গড় বয়সের নিরিখে চেন্নাই তুলনায় তরুণ স্কোয়াড নিয়ে মাঠে নামতে চলেছে। গড়ে সব থেকে বেশি বয়সের ক্রিকেটার রয়েছে কলকাতা নাইট রাইডার্সে। 

অর্থাৎ, এবছর সিএসকে নয়, বরং বুড়োদের দল বলা যেতে পারে কেকেআরকে। কিন্তু কেন এমনটা? চলুন হিসেবটা বুঝে নেওয়া যাক। কেকেআরের স্কোয়াডে ৩৫ বছরের বেশি বয়সের ক্রিকেটার রয়েছেন ৫ জন। তাঁরা হলেন মইন আলি, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, অজিঙ্ক রাহানে এবং মণীশ পান্ডে। এই পাঁচজনকে মিলিয়ে কেকেআরের স্কোয়াডে ৩০ বছরের বেশি বয়সের ক্রিকেটার রয়েছেন মোট ৯ জন। 

২৫ থেকে ৩০ বছরের মধ্যে বয়স কলকাতার ৮ জন ক্রিকেটারের। কলকাতার সব থেকে বেশি বয়সের ক্রিকেটার হলেন মইন আলি। সব থেকে কম বয়সের ক্রিকেটার অঙ্গকৃষ রঘুবংশী। কলকাতার স্কোয়াডে ২০ বছরের নীচের কোনও ক্রিকেটার নেই। মোটকথা, কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডের ক্রিকেটারদের গড় বয়স ২৮ বছর ৯ মাসের মতো। 

তবে এই তালিকায় খুব একটা পিছিয়ে নেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও। আরসিবি দলের ক্রিকেটারদের গড় বয়স ২৮ বছরের আশেপাশে। এছাড়াও, সানরাইজার্স হায়দ্রাবাদের ক্রিকেটারদের গড় বয়স ২৮ বছরের আশেপাশে। পঞ্জাব কিংসের ক্রিকেটারদের গড় বয়স ২৭ বছর ৯ মাসের মতো। মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটারদের গড় বয়স ২৭ বছর ৭ মাসের মতো। 

দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটারদের গড় বয়স ২৭ বছর ৬ মাসের মতো। গুজরাট টাইটানসের ক্রিকেটারদের গড় বয়স ২৬ বছর ১১ মাসের মতো। চেন্নাই সুপার কিংসের ক্রিকেটারদের গড় বয়স ২৬ বছর ৮ মাসের মতো। লখনউ সুপার জায়ান্টসের ক্রিকেটারদের গড় বয়স ২৫ বছর ৫ মাসের মতো। আর রাজস্থান রয়্যালসের ক্রিকেটারদের গড় বয়স ২৫ বছর ৩ মাসের মতো। এখন এটাই দেখার যে, আইপিএলে কোন দল কেমন পারফর্ম করে। 






‌‌

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন