Breaking

Post Top Ad

Your Ad Spot

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

১৪৭ বছরের ইতিহাসে নজির, অবসরের পরেই বড় রেকর্ড

 

Ravichandran-Ashwin

সমকালীন প্রতিবেদন : দেশের জার্সিতে মাঠে নামার সময় অসংখ্য ব্যক্তিগত নজির গড়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও রেকর্ড গড়ায় বিরাম নেই টিম ইন্ডিয়ার তারকা স্পিনারের। এক্ষেত্রে অশ্বিন এমন এক রেকর্ড গড়েন, যা ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে আর কোনও ক্রিকেটারের নেই। 

রবিচন্দ্রন অশ্বিন তাঁর বর্ণোজ্জ্বল কেরিয়ারে মোট ১০৬টি টেস্ট ম্যাচ খেলেছেন। তিনি উইকেট সংগ্রহ করেছেন সাকুল্যে ৫৩৭টি। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারী হিসেবে আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানেন অশ্বিন। উল্লেখযোগ্য বিষয় হল, অশ্বিন ১০০-র বেশি টেস্ট খেললেও পাকিস্তানের বিরুদ্ধে একটিও টেস্টে মাঠে নামেননি।

দু'দেশের কূটনৈতিক সম্পর্কের জটিলতার জন্য ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ খেলে না বহুদিন ধরেই। শুধুমাত্র সীমিত ওভারের ফর্ম্যাটে আইসিসি ও এসিসি ইভেন্টে সম্মুখসমরে নামে দু'দল। ভারত-পাকিস্তান একে অপরের বিরুদ্ধে শেষবার টেস্ট ম্যাচে মাঠে নামে ২০০৭ সালে ডিসেম্বরে। অন্যদিকে, রবিচন্দ্রন অশ্বিনের টেস্ট অভিষেক হয় ২০১১ সালের নভেম্বরে। 

অর্থাৎ, ভারত-পাকিস্তানের শেষ টেস্টের সময় আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকই হয়নি অশ্বিনের। সেই কারণেই পাকিস্তানের বিরুদ্ধে কোনও টেস্ট খেলার সুযোগ পাননি অশ্বিন। এই বিষয়টিই অশ্বিনকে রেকর্ড বইয়ে জায়গা করে দেয়। টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে অশ্বিনই একমাত্র ক্রিকেটার, যিনি ১০০-র বেশি টেস্ট খেলে অবসর নেওয়া সত্ত্বেও পাকিস্তানের বিরুদ্ধে কোনও টেস্ট ম্যাচে মাঠে নামেননি।

এই তালিকায় অশ্বিনের সঙ্গে যোগ দিতে পারেন বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারা। কোহলির টেস্ট অভিষেক হয় ২০১১ সালে। পূজারার টেস্ট অভিষেক হয় ২০১০ সালে। দুই তারকাই ইতিমধ্যে ১০০-র বেশি টেস্ট খেলেছেন কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে কোনও টেস্টে মাঠে নামেননি। অদূর ভবিষ্যতেও ভারত-পাকিস্তান টেস্ট ম্যাচ আয়োজিত হওয়ার সম্ভাবনা নেই। সুতরাং, কোহলি ও পূজারাকেও অবসর নিতে হতে পারে পাকিস্তানের বিরুদ্ধে কোনও টেস্ট ম্যাচ না খেলেই। কিন্তু আপাতত এই রেকর্ডের অধিকারী হলেন অশ্বিন। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন