Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

৩০ বছরে পেনশনার্স সমিতির মুখপত্র '‌প্রবীন কন্ঠ'

 ‌

Probin-Kontho

সমকালীন প্রতিবেদন : ‌পশ্চিমবঙ্গ সরকারী পেনশনার্স সমিতির মুখপত্র '‌প্রবীন কন্ঠ' র ৩০ বর্ষ পূরণ। আর এই উপলক্ষ্যে সমিতির বনগাঁ মহকুমা কমিটির উদ্যোগে মিলনমেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হল। রবিবার এই কর্মসূচি অনুষ্ঠিত হল বনগাঁ মহকুমা শাসকের দপ্তরের কাছে।

এই মুহূর্তে সমিতির বনগাঁ মহকুমা কমিটির সদস্য সংখ্যা ১১০০। এদিন সমিতির সদস্য সহ তাঁর পরিবারের সদস্যরাও অনেকে উপস্থিত ছিলেন। তাঁদের সকলকে নিয়ে এদিন আবৃত্তি, সংগীত, গণসংগীত, বসেআঁকো, বাসকেটবল খেলা আয়োজিত হয়। পাশাপাশি সংগঠনের প্রয়োজনীয়তা এবং অভিজ্ঞতা নিয়ে বক্তব্য রাখেন অনেকেই। 

এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে রাজ্য সরকারী পেনশনার্সদের বকেয়া মহার্ঘ ভাতা, বেকারদের কর্মসংস্থান, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, মহিলাদের সুরক্ষা, আরজি কর কান্ডে অভয়ার অপরাধীদের শাস্তিবিধান সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। সংস্কৃতিমনস্ক চিন্তাভাবনা বৃদ্ধির কথাও বলা হয়।

এদিনের অনুষ্ঠানে সংগঠনের সভাপতি অরুন মিত্র, জেলা নেতৃত্ব জয়ন্ত দে, সুভাষ চক্রবর্তী, মৃত্যুঞ্জয় ভট্টাচার্য, প্রস্তুতি কমিটির যুগ্ম কনভেনর গৌতম গাঙ্গুলী, উৎপল মন্ডল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দেবপ্রসাদ মজুমদার। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন