Breaking

Post Top Ad

Your Ad Spot

রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

আসন্ন আইপিএল-এ কেকেআরের পরিকল্পনায় নতুন সংযোজন ভয়ঙ্কর ফাস্ট বোলারের যোগদান

 

Plan-of-KKR

সমকালীন প্রতিবেদন : কলকাতা নাইট রাইডার্স সামনের মরশুমের জন্য নিজেদের ব্লু প্রিন্ট রেডি করে ফেলছে। মেগা নিলামের আসর থেকে কলকাতা নাইট রাইডার্স সহ ১০ টি ফ্রাঞ্চাইজিই নিজেদের মতো করে দল সাজিয়েছে৷ গত মরশুমের চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স সেভাবে হয়ত ধারেভারে নামী ক্রিকেটার তোলেনি৷ 

কিন্তু তাতেও যে অঙ্ক কষেছে, তাতে কোনও ফাঁক নেই৷ ১১ জন ক্রিকেটার দিয়ে প্লেয়িং ইলেভেন সাজানোর বিষয়েও থিঙ্কট্যাঙ্কের ভাবনা তৈরি৷ ব্লু প্রিন্ট ফাঁসও হয়েছে বিশেষ সূত্রে৷ এই স্ট্র্যাটেজি অনুসারে কোন চার বিদেশি ক্রিকেটারকে খেলাবে, তা নিয়েও ভাবনা শেষ হয়ে গেছে৷ তবে এর মাঝেই দুঃসংবাদ এসেছিল নাইট শিবিরে। 

আসলে কলকাতা নাইট রাইডার্স যেসব প্লেয়ারদের কিনেছিল, তাঁদের মধ্যে ছিলেন সাউথ আফ্রিকান পেসার অ্যানরিখ নরকিয়া। ২ কোটির বেস প্রাইস থাকা এই বোলারকে সাড়ে ৬ কোটি দিয়ে কিনেছিল কেকেআর। এমনকি তাঁকে মিচেল স্টার্কের যোগ্য বদলি হিসেবেও ধরা হচ্ছিল। তবে এরই মধ্যে এল দুঃসংবাদ। গুরুতর চোট পেয়ে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে গেলেন কেকেআর-এর এই জোরে বোলার। 

জানা গিয়েছে যে, পাকিস্তানের বিরুদ্ধে চলা টি-২০ সিরিজে অ্যানরিখ নরকিয়া গুরুতর চোট পেয়েছেন। শোনা যাচ্ছে যে, অ্যানরিখ নরকিয়ার বাঁ পায়ের বুড়ো আঙুল ভেঙে গিয়েছে। যার জেরে তিনি আপাতত মাঠের বাইরে। আগামী বছর হতে চলা আইপিএলের আগে তাঁর প্রত্যাবর্তন হবে কি না, তা এখনই বলা যাচ্ছে না।

অ্যানরিখ নরকিয়া যদি না খেলতে পারেন, তাহলে তাঁর বদলি হিসেবে আরেক বিদেশি বোলার নেবে কলকাতা নাইট রাইডার্স। আর এর জন্য বেশ কয়েকজনার নামও উঠে আসছে সামনে। এবারের নিলামে যেসব প্লেয়ার অবিক্রীত ছিলেন, তাঁদের মধ্যেই একজনকে নিতে পারে কেকেআর। তবে সবথেকে বেশি যেই নাম নিয়ে চর্চা হচ্ছে, তিনি হলেন আলজারি জোসেফ। 

ক্যারিবিয়ান তারকা বোলার আলজারি জোসেফ নরকিয়ার ভালো বিকল্প হতে পারে বলে ধারণা নাইট ম্যানেজমেন্টের। এছাড়াও, ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন প্লেয়ার ডোয়েন ব্র্যাভো এবার কেকেআর-এর মেন্টর হয়েছেন। আর তিনি আলজারি জোসেফকে নিজেদের দলে টেনে নিতে পারবেন বলে জানা যাচ্ছে। তবে এই বিষয়ে এখনও কোনও নিশ্চিত খবর সামনে আসেনি। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন