Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

কেন দিন রাতের টেস্ট ম্যাচে গোলাপি বল ব্যবহৃত হয়?

 

Pink-ball

সমকালীন প্রতিবেদন : পা‌র্থে প্রথম টেস্ট জিতে বর্ডার-গাভাস্কার ট্রফিতে ১-০ -তে এগিয়ে গিয়েছে ভারতীয় দল। এবার অ্যাডিলেডে সেই জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্যেই নামবে টিম ইন্ডিয়া। ৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলা এই টেস্ট দিন রাতের, খেলা হবে গোলাপি বলে। তরুণ ভারতীয় বোলিং লাইন আপের অনেকেই প্রথমবার গোলাপি বলে অজিভূমে বোলিং করছেন। 

এই বলে বোলিংয়ের অভিজ্ঞতাটা ঠিক কেমন? লাল বলের থেকে কী কারণে গোলাপি বল আলাদা? চলুন এই সবটা এবার জেনে নেওয়া যাক। বর্তমানে গোটা বিশ্বের প্রতিটা খেলাতেই বিজ্ঞানের সাহায্য নেওয়া হয়। ক্রিকেটও ব্যতিক্রম নয়। এমনকী, ক্রিকেটাররা যে জার্সি পরে মাঠে নামেন, সেটাও বিজ্ঞানসম্মতভাবে তৈরি করা হয়। 

যেমন - একদিনের ক্রিকেটে রঙিন জার্সি পরে সাদা বলে খেলা হয়। তেমনই টেস্ট ক্রিকেটে সাদা রংয়ের জার্সি পরে ক্রিকেটাররা মাঠে নামলেও, খেলা আদতে হয় লাল বলে। টেস্ট ক্রিকেটে মূলত তিন প্রকারের বল ব্যবহার করা হয়। কোকাবুরা, এসজি এবং ডিউক। প্রতিটা ফরম্যাটে আলাদা আলাদা রংয়ের বল ব্যবহৃত হয়ে থাকে। 

প্রথমে টেস্ট ম্যাচে শুধুমাত্র লাল বলেরই ব্যবহার হত। কিন্তু, এখন গোলাপি বলও ব্যবহার করা হয়। লাল এবং গোলাপি বলের সবথেকে বড় পার্থক্য এর প্রক্রিয়ায় রয়েছে। লাল বলের চামড়া রং করা হয়। এটা চকচকে করার জন্য একটি বিশেষ প্রক্রিয়া অবলম্বন করা হয়। অন্যদিকে, গোলাপি বলের চামড়ায় এক বিশেষ ধরনের 'ডাই' ব্যবহার করা হয়ে থাকে। এটাই বলটির 'বিশেষত্ব' পৃথক করে। 

গোলাপি বলের উপর রংটা 'কোটিং' হিসেবে ব্যবহার করা হয়। যেভাবে কোনও গাড়ির উপরে রং করা হয়। আর সেকারণেই নতুন গোলাপি বল লাল রংয়ের বলের তুলনায় অনেক বেশি সুইং করে। কারণ, এই বলে রংয়ের অতিরিক্ত স্তর থাকে। ২০১৯ সালের ২২ নভেম্বর ভারত প্রথমবার দিন-রাতের টেস্ট ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে খেলেছিল। 

এই ম্যাচে জয়লাভ করেছিল টিম ইন্ডিয়া। ভারতের তরুণ ফাস্ট বোলার আকাশদীপের মতে, গোলাপি বল বেশি স্কিট আর বাউন্স করে। তবে গোলাপি বলে ভারতীয় দলের রেকর্ডও দারুণ। চারটির মধ্যে তিনটি ম্যাচই জিতেছে। তবে যে একটি ম্যাচে পরাজিত হয় টিম ইন্ডিয়া, সেটি অজিভূমেই, যেখানে ৩৬ রানে অল আউট হয় ভারতীয় দল। সেই দুঃস্বপ্ন পিছনে ফেলে ভারতীয় দল এবারে নতুন ইতিহাস গড়তে পারে কি না, সেটাই দেখার।   






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন