সমকালীন প্রতিবেদন : কলকাতা নাইট রাইডার্স তাঁদের সম্পূর্ণ দল সাজিয়ে নিয়েছে। এ বছর মোট ২১ জন প্লেয়ার রয়েছে কেকেআর-এ। তাঁদের মধ্যে ১১ জনই তাদের কাপজয়ী দলের সদস্য। বাকিরা নতুন। এছাড়াও, কেকেআর তাদের পুরনো প্লেয়ার অজিঙ্ক রাহানেকেও দলে ফিরিয়েছে।
নতুন যাদের দলে নিয়েছে কেকেআর, তাঁদের মধ্যে কুইন্টন ডি কক, মঈন আলী, রোভম্যান পাওয়েল, স্পেন্সার জনসন উল্লেখযোগ্য। এদের থেকে অনেক আশা রয়েছে নাইট ম্যানেজমেন্টের। তবে কলকাতা নাইট রাইডার্স এখনও তাঁদের অধিনায়ক কে হবেন, তা বেছে উঠতে পারেনি।
অধিনায়ক ছাড়া আরও কয়েকটি সমস্যায় ভুগছে কেকেআর। সেগুলি হল ওপেনে কে কে নামবে? প্রথম একাদশে কোন কোন প্লেয়ারকে সুযোগ দেওয়া হবে? আর প্রথম একাদশে কোন ৪ জন বিদেশি প্লেয়ার খেলবেন? চলুন জেনে নেওয়া যাক। বিশেষজ্ঞদের মতে, কেকেআর ওপেনিংয়ের জন্য তিনটি জুটি বেছে নিতে পারে।
প্রথমটি হল, রহমানুল্লাহ গুরবাজ ও সুনীল নারিন। দ্বিতীয় জুটিতে থাকতে পারেন ভেঙ্কটেশ আইয়ার ও রহমানুল্লাহ গুরবাজ। আর তৃতীয় জুটিতে থাকতে পারেন কুইন্টন ডি কক ও সুনীল নারিন। তবে এগুলো এখনই চূড়ান্ত নয়, নাইট ম্যানেজমেন্ট এখনও বাকি বিকল্পও দেখছে। এখন আরেকটি সমস্যা হল, প্রথম একাদশে কোন কোন বিদেশি প্লেয়ারকে সুযোগ দেবে কেকেআর?
ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, প্রথম একাদশে সুযোগ পাওয়া দুজন বিদেশির নাম চূড়ান্ত করেই রেখেছে কেকেআর। তাঁরা হলেন, সুনীল নারিন ও আন্দ্রে রাসেল। বাকি দুজন কারা হবেন? বাকি দুজনার মধ্যে কুইন্টন ডি কক ও স্পেন্সার জনসনের নাম সবার আগে থাকবেন বলে মত বিশেষজ্ঞদের। এরপর পঞ্চম পছন্দে থাকবেন অ্যানরিখ নরকিয়া। জনসন ভালো পারফর্ম করতে না পারলে অ্যানরিখ নরকিয়াকে সুযোগ দেওয়া হবে।
এখন প্রশ্ন হল যে, প্রথম একাদশে কাদের সুযোগ দিতে পারে কেকেআর? বিশেষজ্ঞরা মনে করছেন, এবার নাইটদের প্রথম একাদশে সুযোগ পেতে পারেন সুনীল নারিন, কুইন্টন ডি কক, ভেঙ্কটেশ আইয়ার, অঙ্গকৃষ রঘুবংশী, মণীশ পাণ্ডে, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, রমনদীপ সিং, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, স্পেন্সার জনসন। তবে আসল দল জানা যাবে টুর্নামেন্ট শুরুর দিনেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন