সমকালীন প্রতিবেদন : নিলামে বিস্তর বদলেছে কলকাতা নাইট রাইডার্স দলটি। গতবার চ্যাম্পিয়ন হয়েছিল নাইটরা। তবে এবার আর সেই দল নেই। নিলামে অনেকে ফিরে এলেও অনেক তারকা বাদ পড়েছেন। তবে তাতে খুব একটা আফসোস নেই নাইট শিবিরে। কারণ, এবার নতুন দল নিয়েই চতুর্থ আইপিএল শিরোপা লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে দল।
আইপিএল ইতিহাসে সবচেয়ে ভালো দল হিসেবে আসন্ন আইপিএলে নিজেদের প্রতিষ্ঠিত করতে চান কেকেআর কর্তারা। ২০২৪ সালে তাদের দুর্দান্ত তৃতীয় চ্যাম্পিয়নশিপ জয়ের পর এবারের নিলামে দলে কিছু পরিবর্তন আনা হয়েছে। গতবার শ্রেয়স আইয়ারের নেতৃত্বে সানরাইজার্স হায়দ্রাবাদকে আট উইকেটে হারিয়েছিল কেকেআর। এবার সেরকমই দুর্ভেদ্য নাইট কেল্লা তৈরি করবে শাহরুখের ফ্র্যাঞ্চাইজি।
এবার কেকেআর শ্রেয়সকে ছেড়ে দিলেও অন্য আইয়ার, ভেঙ্কটেশকে নিলামের প্রথম দিনই রেকর্ডভাঙা ২৩.৭৫ কোটি টাকায় ফিরিয়ে এনেছে। আক্রমনাত্মক ওপেনার তথা উইকেটরক্ষক কুইন্টন ডি কককে ৩.৬ কোটি টাকায় নিয়ে তারা নিজেদের ব্যাটিং লাইনআপকেও শক্তিশালী করেছে। ফলে নারিনের সঙ্গে তাঁকে ওপেন করাতে পারে নাইট শিবির।
এদিকে আবার মিচেল স্টার্ককে ছেড়ে দিয়ে, কেকেআর পেস আক্রমণে এনেছে বাঁ-হাতি স্পেন্সার জনসনকে। সঙ্গে থাকছেন হর্ষিত রানা ও বৈভব অরোরা। এবার কেকেআরের মেন্টর বদলে যাচ্ছে। সাপোর্টিং স্টাফদের কয়েকজনও বদলে যাচ্ছে। যার ফলে, কেকেআর অনেকটাই নতুন দল হিসেবে খেলবে। এই ভাঙাচোরা দল আসন্ন আইপিএলে কেমন খেলে, সেদিকে সবারই নজর থাকবে।
এমনিতে কোনও দল আইপিএল জেতার পরের বছরই আইপিএল জয়ী হয়েছে, তেমন নজির নেই। তবে নাইটরা তো বরাবর রেকর্ড ভাঙার খেলায় বিশ্বাসী। ছক ভাঙা দল তৈরি করে শিরোপা জয় করা এই দলটার বরাবরের অভ্যেস। সেক্ষেত্রে আসন্ন আইপিএল মরশুমে কেকেআরের ফল কেমন হয়, সেদিকে বিশেষ নজর থাকবে কলকাতা নাইট রাইডার্সের ভক্তদের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন