সমকালীন প্রতিবেদন : অনলাইন প্রতারণা চক্রের মূল দুই পান্ডাকে এবার গ্রেপ্তার করতে সমর্থ হল সাইবার ক্রাইম শাখা। ধৃতদের নাম সুমন বিশ্বাস ও সুমন সাধুখাঁ।
শুক্রবার তাদের বনগাঁ আদালতে তোলা হয়। বিচারক তাদেরকে পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ তাদেরকে আরও বিজ্ঞাসাবাদ করতে চায়।
রাজ্য ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া বিভিন্ন অনলাইন প্রচারণার সূত্র ধরে মাসখানেক আগে উত্তর ২৪ পরগনার বাগদা থানার সিন্দ্রানী এলাকা থেকে ছয় যুবককে গ্রেফতার করে বনগাঁ জেলা পুলিশ।
গোটা দেশের মোট ২২৪টি অভিযোগের ভিত্তিতে ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। অভিযোগ ওঠে, বিভিন্ন নামে ভুয়ো কোম্পানি খুলে বিভিন্ন সময় প্রতারণার টাকা সেই ব্যাংক অ্যাকাউন্টে রাখতো অভিযুক্তরা।
আর এই কাজের বিনিময়ে তারা মোটা টাকার কমিশন পেত। এই ঘটনায় ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করে রাজ্য সাইবার ক্রাইম শাখা।
বৃহস্পতিবার বাগদা থানার সিন্দ্রানী এলাকা থেকে ২ যুবককে গ্রেপ্তার করে সাইবার ক্রাইমের তদন্তকারী অফিসারেরা। পুলিশ সূত্রে খবর, এই গোটা প্রতারণা চক্রের মাস্টারমাইন্ড এই দুই যুবক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন