Breaking

Post Top Ad

Your Ad Spot

বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

কোন কারণে ১৩ বছরে কোটিপতি হলেন বৈভব?

 

Millionaire-Vaibhav

সমকালীন প্রতিবেদন : সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আইপিএল অকশনে অংশ নিয়ে বাজিমাত করে বৈভব সূর্যবংশী। তাকে দলে নেওয়ার জন্য লড়াই চলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং রাজস্থান রয়্যালস-এর মধ্যে। শেষ পর্যন্ত ১.১০ কোটি টাকার বিনিময়ে তাকে তুলে নেয় রাজস্থান। বৈভব সূর্যবংশী রীতিমতো আলোড়ন তৈরি করে দেয় দেশের ক্রিকেটমহলে। 

বৈভবকে রাজস্থানে নেওয়ার কারণ দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা এবি ডিভিলিয়ার্সের কাছে ফাঁস করলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। আসলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ টেস্টে ভারতীয় হিসাবে দ্রুততম শতরানের নজির গড়েছিল বৈভব। ৫৮ বলে শতরান করেছিল। সেই ম্যাচ দেখেই নিলামে বৈভবকে কেনার সিদ্ধান্ত নিয়েছিল রাজস্থান। তরুণ ব্যাটারের ভূয়সী প্রশংসা করেছেন সঞ্জু। 

রাজস্থানের অধিনায়কের কথায়, '‌ওই ম্যাচের পুনঃসম্প্রচার আমি দেখেছি। রাজস্থান দলের‌ সিদ্ধান্ত যাঁরা নেন, তাঁরা চেন্নাইয়ে ওই টেস্ট ম্যাচ দেখেছেন। ৬০-৭০ বলে শতরান করেছিল বৈভব। যে শটগুলো ও খেলেছিল, তাতে মনে হয়েছিল ওর মধ্যে একটা ব্যাপার রয়েছে। এই ধরনের ক্রিকেটারের পাশেই আমরা দাঁড়াতে চাই। দেখতে চাই ওরা কতদূর যেতে পারে।'

সঞ্জু জানিয়েছেন, রাজস্থানের এমন ইতিহাস রয়েছে। অতীতেও তারা অনেক প্রতিভাবান ক্রিকেটার তুলে এনেছে। সঞ্জু বলেছেন, 'আমরা প্রতিভা তৈরি করে তাদের চ্যাম্পিয়ন করি। যশস্বী জয়সওয়ালের কথাই ধরুন। তরুণ ক্রিকেটার হিসাবে রাজস্থানে যোগ দিয়েছিল। এখন ও ভারতীয় ক্রিকেট দলের রকস্টার। রিয়ান পরাগ, ধ্রুব জুরেল রয়েছে। সবাই ভারতের হয়ে খেলেছে। রাজস্থান এভাবেই কাজ করে।' 

সঞ্জুর কথায়, 'আমরা আইপিএল জিততে চাই ঠিকই। তবে এটাও দেখতে চাই, যাতে আগামীদিনে ভারতীয় দলের চ্যাম্পিয়নদের উপহার দিতে পারি। বৈভবের সঙ্গে আলাপ করার জন্য মুখিয়ে আছি।' বৈভব সম্পর্কে কথিত রয়েছে, তিনি এক বছরে বিভিন্ন টুর্নামেন্ট খেলে ৪৯টি সেঞ্চুরি করেছেন। সেই ছেলেই এবার রাজস্থান রয়্যালসে। সেখানে রাহুল দ্রাবিড়ের হাতে পড়ে অন্য রূপ ধারণ করবে বলেই মনে করছে ক্রিকেটমহল।  






‌‌

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন