সমকালীন প্রতিবেদন : কাউন্সিলর এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে পুলিশের কাছে তোলাবাজি, মারধোর, বাড়ি ভাঙচুরের অভিযোগ জমা করেছিলেন এক মহিলা। কাউন্সিলরের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের হওয়ার ২৪ ঘন্টার মধ্যে অভিযোগকারী মহিলার বিরুদ্ধে পাল্টা বনগাঁ পুরসভায় মাস পিটিশন জমা দিলেন এলাকার বাসিন্দারা।
উল্লেখ্য, মঙ্গলবার রাতে বনগাঁ পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাস এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে বনগাঁ থানায় ২ লক্ষ টাকা তোলাবাজি সহ ভাঙচুর, দুই মহিলাকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ করেন বনগাঁর সুভাষপল্লী এলাকার বাসিন্দা শিপ্রা সর্দার বিশ্বাস। যদিও সমস্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাস। একই দাবি এলাকার মানুষের।
এই ঘটনার পর ২৪ ঘন্টা কাটতে না কাটতেই অভিযোগকারী মহিলার বিরুদ্ধে বনগাঁ পুরসভায় মাসপিটিশন জমা দিলেন পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের অর্ন্তগত পূর্বপাড়া এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, শিপ্রা সর্দার বিশ্বাস নামে ওই মহিলা নিজের জমি ছেড়ে খাস জমিতে জোর করে পাঁচিল দিয়ে ঘর করার চেষ্টা করছিলেন। খাস জমি দখল করাতে এলাকার মানুষ বাধা দেয়।
তাঁদের অভিযোগ, শিপ্রা সর্দার বিশ্বাস নামে ওই মহিলা প্রায় আট বছর আগে পূর্বপাড়া এলাকার বাসিন্দা তপন সরকারের কাছ থেকে পৌনে তিন কাটা জমি কেনেন। যে জমির সামনেই প্রায় দেড় কাঠা সরকারি জমি রয়েছে। ওই মহিলা জোরপূর্বক সেই সরকারি জমি দখল করার চেষ্টা করছেন। এলাকার মহিলারা সেই সরকারি জমিতে শিশু উদ্যোদ তৈরীর আর্জি জানিয়েছেন বনগাঁ পুরসভার কাছে।
এব্যাপারে বনগাঁ পুরসভার প্রধান গোপাল শেঠ জানান, অভিযোগ পাওয়ার পর পুরসভার সংশ্লিষ্ট বিভাগের কর্মীরা এলাকা পরিদর্শন করে জানতে পারেন যে, শিপ্রা সর্দার বিশ্বাস নামে এক মহিলা নিজের জমি বাদ দিয়ে পাশের একটি খাস জমিতে পাঁচিল দেওয়ার চেষ্টা করছিলেন। আর তাতে বাঁধা দেন এলাকার মহিলারা। সেই ঘটনাকে কেন্দ্র করেই মহিলাদের মধ্যে বচসা, হাতাহাতি হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন